হিন্দি ছবির জগতে সবচেয়ে ব্যয়বহুল ছবি হল ব্রহ্মাস্ত্র

প্রচুর অপেক্ষার পরে অবশেষে ৯ই সেপ্টেম্বর অয়ন মুখার্জির পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। মুক্তির কদিন আগেই জানা গেছে এই ছবিটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি চলচ্চিত্র।…

প্রচুর অপেক্ষার পরে অবশেষে ৯ই সেপ্টেম্বর অয়ন মুখার্জির পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। মুক্তির কদিন আগেই জানা গেছে এই ছবিটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি চলচ্চিত্র। এই ছবিটির বাজেট জানা গেছে ৪১০ কোটি টাকা।

RRR, 2.0, Saaho-র মতো প্যান-ইন্ডিয়ান ছবিগুলি ছাড়াও, এখনও পর্যন্ত নির্মিত হওয়া সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি হল ইয়াস রাজ ফিল্ম-এর ২০১৮ সালের Thugs of Hindostan, যা ৩১০ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছিল বলে জানা যায়। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যায়, ব্রহ্মাস্ত্র ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে। এই উচ্চ বাজেটের মূলত কারণ ছবিটির ব্যাপক ভিএফএক্স ।

   

প্রায় এক দশক ধরে ব্রহ্মাস্ত্র তৈরি হয়েছে। ছবির পরিচালক অয়ন একবার বলেছিলেন যে তিনি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে কাজ করার সময় ছবিটি তৈরির কথা ভেবেছেন। প্রায় পাঁচ বছর আগে ছবিটির শুটিং শুরু হয়।

ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছাড়া যেসব নামে জনপ্রিয় অভিনেতা অভিনয় করছেন তারা হলেন অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুন আক্কিনেনি। এছাড়া এই ছবিতে যে শাহরুখ খানকে কোন বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তা আগেই শোনা গিয়েছিল। তবে কয়েকদিন আগে সূত্র অনুযায়ী জানা যায় শাহরুখ এখানে বানরাস্ত্রের ভূমিকায় অভিনয় করছেন।