টলিউডের পর্দায় ফিরছে ‘বনি কৌশানী’ জুটির রসায়ন

আজকালকার দিনে টলিউড জগতে অন্যতম খোলামেলা জুটির মধ্যে বনি-কৌশানির জুটি অন্যতম। এই জুটি তাদের প্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে খোলাখুলি ভাবে সকলের সামনে স্বীকার করেন। অভিনেতা…

আজকালকার দিনে টলিউড জগতে অন্যতম খোলামেলা জুটির মধ্যে বনি-কৌশানির জুটি অন্যতম। এই জুটি তাদের প্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে খোলাখুলি ভাবে সকলের সামনে স্বীকার করেন। অভিনেতা বনি সেনগুপ্ত ২০১৪ সালে বরবাদ সিনেমার মাধ্যমে এবং অভিনেত্রী কৌশানী মুখার্জী ২০১৫ সালে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার মাধ্যমে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে টলিউড জগতে প্রবেশ করেন।

Advertisements

এরপর থেকে এই জুটি একে একে দর্শকদের সুপারহিট সিনেমা উপহার দিয়ে এসেছেন। ক্রমান্নয়ে একে অপরের সাথে সিনেমা করার দরুন এই অভিনেতা অভিনেত্রী প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন।

   

https://www.instagram.com/reel/CjdDxK1IdEg/?igshid=NDRkN2NkYzU=

চলতি বছরের জুলাই মাসে এই জুটি ‘অন্তর্জাল’ নামক একটি সিনেমা করেন। বর্তমানে আবার জানা যাচ্ছে যে, তাদের আগামী সিনেমা ‘শুভ বিজয়া’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। অভিনেতা বাঙালির এই উৎসবের প্রাক্কালে সকলকে শুভ বিজয়া জানানোর জন্য তাদের আগামী সিনেমার একটি ছোট ভিডিও ক্লিপ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সকলকে শুভ বিজয়ার প্রীতি- শুভেচ্ছা জানান। ভিডিওতে দেখা যাচ্ছে মা দুর্গা সম্পর্কিত একটি গানে এই জুটি নাচ করছেন। ‘বলো তেরি’ ভিডিও দ্বারাই দর্শকেরা জানতে পারেন যে তাদের আগামী সিনেমা আসন্ন।

Advertisements