গোরু পাচার মামলায় (Cow Smuggling) বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিট জমা করেছে (CBI) সিবিআই। চার্জশিটে কী রয়েছে? ক্রমশ প্রকাশ্য হতেই অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে। জানা গিয়েছে, সেখানে সাক্ষী হিসাবে নাম রয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ (Satabdi Roy) শতাব্দী রায়ের। নাম রয়েছে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের।
শুক্রবার ৫৩ পাতার চার্জশিট জমা করেছে সিবিআই। সেই চার্জশিটে ৯৫ জন সাক্ষীর নাম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশী আলোচনা হচ্ছে শতাব্দী রায়ের নাম ঘিরে তাঁকে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
বীরভূম আসনে শতাব্দী জয়লাভ করলেও জয়ের অন্যতম কাণ্ডারি অনুব্রত মণ্ডল ছিলেন এবিষয়ে কোনও সন্দেহ ছিলনা। ২০২১ সালের নির্বাচনের সময় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শতাব্দী। সেই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সূত্রের খবর, কিন্তু সেটা সামাল দেয় শীর্ষ নেতৃত্ব।
সময় বদলে গোরু পাচার মামলায় ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরে খয়রাশোলের এক সভা থেকে তৃণমূল সাংসদ বলেন, আমাদের অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে, বোঝাতে হবে আমরা অকৃতজ্ঞ নই। আপনারা যখন অনুব্রত মণ্ডলকে পাশে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, তখন আপনাদেরও তাঁর পাশে থাকতে হবে।