‘ভিলফুডে’র ঠাম্মার খাবারে মজেছে বলিউড, বাংলায় হাজির অভিনেত্রী সুমনা চক্রবর্তী

বলিউডের একজন পরিচিত মুখ সুমনা চক্রবর্তী। যে জন্মগত ভাবে বাঙালি হলেও আদতে সে একজন প্রবাসী বাঙালি। আমরা অনেকবারই তার মুখে বাংলা কথা শুনেছি কিন্তু কখনোই…

বলিউডের একজন পরিচিত মুখ সুমনা চক্রবর্তী। যে জন্মগত ভাবে বাঙালি হলেও আদতে সে একজন প্রবাসী বাঙালি। আমরা অনেকবারই তার মুখে বাংলা কথা শুনেছি কিন্তু কখনোই বাংলায় এসে বাংলার মাটির সঙ্গে মিশে যেতে দেখিনি। সুমনা চক্রবর্তী তার প্রথম অভিনয় জগৎ শুরু করে আমির খান এবং মনীষা কৈরালার ছবি ‘মন’ থেকে।

তারপরে বেশ কিছু ছবিতে অভিনয় করে সুমনা। হিন্দি টেলিভিশনেও সুমনা একজন জনপ্রিয় অভিনেত্রী। অনেকগুলো টেলিভিশনে তিনি অভিনয় করলেও তার সবচেয়ে জনপ্রিয়তা আসে সোনি টিভির ‘বরে আচ্ছে লাগতে হে’ ধারাবাহিক থেকে। তারপরে বেশ কিছু টেলিভিশন কমেডি শোতে দেখা গেছে সুমনাকে।

তবে সুমনা চক্রবর্তী সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ‘কমেডি নাইটস উইথ কপিলে’। সেখানে কপিল শর্মা সঙ্গে অভিনয় করেন তিনি। কিন্তু সম্প্রতি তাকে দেখতে পাওয়া যায় জি জেস্ট- এর একটি শোতে যার নাম ‘সোনার বেঙ্গল’। সেই শোয়ের প্রচার করতে এবার সুমনাকে দেখা গেল বাংলার একজন জনপ্রিয় ইউটিউবার যে নানা রকম রান্নার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তার চ্যানেলে।

প্রসঙ্গত ‘ভিলফুড’ নামে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বাঙালির সব ঐতিহ্যবাহী রান্না করেন একজন ঠাকুমা এবং তার ছেলের বউ তথা বাড়ির অনেকে মিলে। সেখানেই উঠে আসে গ্রাম বাংলার একদম নির্মল একটি প্রকৃতি ও জীবনযাপন। যা প্রবাসী বাঙালিরা দেখে তৃপ্তি পায়। সেই চ্যানেলে জনপ্রিয়তা এত বেশি যে এর আগে বহু বাংলা ধারাবাহিকের প্রচারে এখানে জনপ্রিয় অভিনেত্রীরা এসেছেন।

তবে এবার দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে। সুমনাকে এখানে সুন্দর বাংলা বলতে দেখে তার অনুরাগীরা বেশ খুশি। আর এর সঙ্গে ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খেয়ে সুমনা তাদের যে প্রশংসা করেছে সেই দেখেও দর্শকরা প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে। তিনি প্রবাসী হলেও তার মনের মধ্যে যে বাঙালিয়ানা এখনো বেঁচে রয়েছে তা এদিনের ভিডিওতেই বোঝা যায়।