আটক বঙ্গ BJP সভাপতি সুকান্ত মজুমদার

রাজনৈতিক গোষ্ঠি সংঘর্ষের জেরে উত্তপ্ত মোমিনপুরে যেতে গিয়ে আটক রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)l এর জেরে সরগরম রাজনৈতিক মহল। মোমিনপুর ময়ূরভঞ্জ রোডে শনিবার…

Sukanta Mazumder, BJP President of West Bengal

রাজনৈতিক গোষ্ঠি সংঘর্ষের জেরে উত্তপ্ত মোমিনপুরে যেতে গিয়ে আটক রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)l এর জেরে সরগরম রাজনৈতিক মহল।

মোমিনপুর ময়ূরভঞ্জ রোডে শনিবার থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সোমবার মোমিনপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিংড়িঘাটার কাছেই তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। আটক করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে।

সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দুর।

টুইট করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, মোমিনপুর-খিদিরপুরের পরিস্থিতি জানতে পেরে খুবই উদ্বিগ্ন। সেখানকার পরিবারদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার কখন পদক্ষেপ করবেন এই নিয়ে।

উল্লেখ্য, মোমিনপুরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়৷ একে-অপরকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, কাঁচের বোতল, বোমা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ ।