Mithairani: গোলাপের পাপড়িতে ঢাকা শরীর, বাথটবে ডোবা মিঠাইরানী ঘুম কাড়ল

soumitrisha Kundu

বাংলা সিরিয়াল জগতের সবার প্রিয় মিঠাই রাণী (Mithairani)। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে থাকে। তবে বর্তমানে স্লটের পরিবর্তনের পর টিআরপি রেট বেশ খানিকটা কমে গেছে।গত দেড় বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করছে জি বাংলার এই ধারাবাহিকটি।

‘মিঠাই’এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু। এই সিরিয়ালের সৌজন্যে তাঁদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ফলোয়ার রয়েছে তাঁদের। আদৃত-সৌমিতৃষা কোনও ছবি বা ভিডিও শেয়ার করলেই ভক্ত মহলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

   

সম্প্রতি যেমন দর্শকদের প্রিয় মিঠাইরানী সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেছেন। যা দেখে প্রায় হুঁশ উড়েছে নেটিজেনদের। সেই চেনা মিঠাইরানী লুক ছেড়ে একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন সৌমিতৃষা। অভিনেত্রী লাস্যময়ী রূপ দেখে ঘুম উড়েছে নেটিজেনদের।

soumitrisha Kundu

মিঠাই’য়ে সারাক্ষণ শাড়ি পরে থাকা সৌমিতৃষা বাস্তবে কিন্তু সব ধরণের পোশাকই পরেন। এথনিক থেকে শুরু করে ওয়েস্টার্ন- সবেতেই সমান স্বচ্ছন্দ বোধ করেন তিনি। মিঠাইরানীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় সেকথা।

সম্প্রতি যেমন বাথটবে শুয়ে একেবারে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন সৌমিতৃষা। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বাথটবে শুয়ে রয়েছে তিনি। মিঠাইরানীর শরীর ঢাকা গোলাপের পাপড়ি দিয়ে। দূরে পাহাড় আবছাভাবে দেখা যাচ্ছে। আর ব্যস, চেনা মিঠাইরানীকে একেবারে অচেনা অবতারে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। এরকমই এক দৃশ্যের রেশ খানিকটা ‘মিঠাই’ ধারাবাহিকেও দেখা গেছিল।

সোস্যাল মিডিয়ায় সৌমিতৃষার ছবির নীচে এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘ব্যাস! এমনিতেই ঘুম আসছিল না, ছবিগুলো দেখে ঘুম আরও উড়ে গেল এবারে’। অন্যদিকে একজন আবার মিঠাইকে অনুরোধ করে লিখেছেন, ‘অনেকগুলো মিরিকের ছবি দিও না। একটা একটা করে দিও। কোনটা ছেড়ে কোনটা দেখব!’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন