Neem Leaves Bath Water: বর্তমানে গরমে নাজেহাল গোটা বাংলা আর গরম পড়তেই বাড়তে শুরু করেছে নানা ধরনের শারীরিক সমস্যা তার মধ্যে অন্যতম হলো ত্বকের সমস্যা। তবে সাময়িকভাবে স্বস্তি মিললেও আবার যে আবহাওয়া রুষ্ট হতে চলেছে তা ইতিমধ্যেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে চিকিৎসকরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা রাখতে ঘন ঘন পান করুন জল যাতে শরীরে জলের ঘাটতি কোনভাবেই না হয়।
তবে শরীরকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের খাদ্য থাকলেও আমাদের ত্বক কিন্তু কোনোভাবেই ঠান্ডা হয় না বরং গরম বাড়তেই শুরু হয় চুলকানি এবং র্যাশের মতো সমস্যা। বিভিন্ন রকম বাজার চলতি সাবান এবং ক্রিম ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি মেলে না। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজার চলতি দ্রব্য নয় ভরসা রাখুন ঘরোয়া টোটকার উপর।
বিশেষজ্ঞদের মতে অ্যালোভেরা প্রাকৃতিক উপায়ে আমাদের ত্বকের যত্ন নেই অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জ্বালা ভাব কমিয়ে আনতে পারে তাই প্রতিদিন স্নান করে ওঠে সারা গায়ে অ্যালোভেরা জেল মাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ত্বকের সমস্যা দূর করতে একইভাবে কার্যকরী।
নিমপাতা প্রতিদিন সামান্য পরিমাণে নিম পাতা জলে ফুটিয়ে নিতে হবে তারপর সেই জল দিয়ে স্নান করতে হবে। কিছুদিনের মধ্যেই ত্বকের সমস্যা বিদায় নেবে। অন্যদিকে একইভাবে কার্যকরী গোলাপ জল কিংবা গোলাপের পাপড়ি, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন খনিজ। যা আমাদের ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।