মিঠাইকে মাত দিল কোন সিরিয়াল! এই সপ্তাহের TRP তালিকা দেখে নিন এক ঝলকে 

বহুদিন ধরেই বাংলায় টিআরপি (TRP) তালিকার প্রথম স্থানে ছিল ‘মিঠাই’। কিন্তু এবার মোদক পরিবারকে হারিয়ে দিল জি বাংলা আরও একটি জনপ্রিয় ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি…

বহুদিন ধরেই বাংলায় টিআরপি (TRP) তালিকার প্রথম স্থানে ছিল ‘মিঠাই’। কিন্তু এবার মোদক পরিবারকে হারিয়ে দিল জি বাংলা আরও একটি জনপ্রিয় ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় ঘটে গেল বড়সড় পরিবর্তন। এই সপ্তাহে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করেছে জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’ (Gouri Elo)।

৮.২ রেটিং পেয়ে মিঠাইকে পিছনে ফেলে দিয়েছে এই ধারাবাহিক। ‘মিঠাই’ প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। মিঠাই ধারাবাহিকের নতুন ভিলেনের এন্ট্রি তেমন কিছু প্রভাব ফেলতে পারল না। এই ধারাবাহিক পেয়েছে ৮.১। প্রথম ও দ্বিতীয় স্থান জি বাংলা দখল করে নিয়েছে আর তৃতীয় স্থানে নেমে এসেছে স্টার জলসা। এই সপ্তাহের তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসা ‘গাঁটছড়া’। গত সপ্তাহের থেকে তার প্রাপ্ত পয়েন্ট কিছুটা বেশি। ৭.৪ থেকে ৭.৮ এ এসেছে ‘গাঁটছড়া’। এরপর চতুর্থ স্থানে রয়েছে ‘ আলতাফরিং’। সে পেয়েছে ৭.৭।

৭.৩ পেয়ে পঞ্চম স্থান দখল করেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। লক্ষ্মী কাকিমা থেকে মাত্র .১ এ পিছিয়ে ‘ ধূলিকণা’। তার স্থান ষষ্ঠ। সে পেয়েছে ৭.২। এরপর সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ উমা’।

শেষ সপ্তাহতেও এটি সেরা দশের মধ্যে নিজের স্থান দখল করেছে। এর প্রাপ্ত পয়েন্ট ৬.৭। অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’।প্রাপ্ত নম্বর ৬.৩। প্রথম সপ্তাহে সেরা দশে নাম লিখিয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’। তার প্রাপ্ত নম্বর ৬.২। এবং ৫.৯ পেয়ে দশম স্থান দখল করেছে জি বাংলার ‘খেলনা বাড়ি’।