Gantchora: খড়ির বুদ্ধিতেই সিংহরায় জুয়েলার্সের মাথায় সেরার শিরোপা

একের পর এক বাঁধাবিপত্তি কাটিয়ে সবে সবে সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে নিজেদের ভুল বোঝাবুঝি কাটিয়ে উটেছে ঋদ্ধি ও খড়ি। তারমধ্যেই তাদের জীবনে নতুন সংকট। সিংহরায়…

একের পর এক বাঁধাবিপত্তি কাটিয়ে সবে সবে সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে নিজেদের ভুল বোঝাবুঝি কাটিয়ে উটেছে ঋদ্ধি ও খড়ি। তারমধ্যেই তাদের জীবনে নতুন সংকট। সিংহরায় জুয়েলার্সের প্রতিদ্বন্দ্বী দত্ত জুয়েলার্স তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। একের পর এক ডিল সিংহরায়দের হাতছাড়া হতে থাকে। যদিও ফের চমক দিল গাঁটছড়া (Gantchora)।

তার মধ্যেই দত্তরা চক্রান্ত করে খড়িকে নিজেদের ডিজাইনার বলে সংবাদমাধ্যমের সামনে আনে। যাতে খড়ি আর ঋদ্ধির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু তার উল্টোটাই হয় খড়ির ওপর ভরসা রাখে ঋদ্ধি। খড়ি দত্তদের মাত দেওয়ার জন্য একটি বুদ্ধি করে। উল্টোদিকে দত্তরাও একটি ফ্যাশন শোতে সিংহরায়দের সব মডেলদের বেশি টাকা দিয়ে কিনে নেয় তার ফলে সিংহরায় জুয়েলার্স পরে বিপদে। সেখান থেকে তারা উদ্ধার হয় সেই খড়ির বুদ্ধিতেই।

সিংহরায় পরিবারের সকল মহিলাদের মনে বল দিয়ে খড়ি ফ্যাশন শোতে তাদের জুয়েলারি কোম্পানির মডেল হিসেবে মঞ্চে আনে। সাবেকি এবং আধুনিক গয়নার মেলবন্ধন করে গাঁটছড়া কালেকশন বের করে সিংহ রায় জুয়েলার্স। তা দেখেই ফ্যাশন শোএর শিরোপার মুকুট ওঠে সিংহরায় জুয়েলার্সের মাথায়। আর খড়ির এই বুদ্ধির ফলেই বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যায় সিংহরায় পরিবার। তাই দেখে ঋদ্ধিমান খড়ির ওপর মুগ্ধ হয়ে যায়।