Monday, December 8, 2025
HomeEntertainmentBappi Lahiri: নক্ষত্র পতন, প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ি

Bappi Lahiri: নক্ষত্র পতন, প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ি

- Advertisement -

মুম্বইয়ে প্রয়াত হলেন সুরকার গায়ক বাপ্পি লাহিড়ি। ৬৯ বছর বয়সে প্রয়াণ। জানাাচ্ছে পিটিআই। 

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পরপারে গিয়েছেন, এখনও ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগে ফের এল এই দুঃসংবাদ। তাঁর পদাঙ্ক অনুসরণ করে পরপারে গেলেন সুরকার বাপ্পি লাহিড়ি। 

   

অসুস্থতার কারণে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রায় একমাস ধরে চিকিতৎসা চলছিল তাঁর। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের ফের অবনতি হতে শুরু করে। তাঁর পরিবার সঙ্গে সঙ্গেই চিকিৎসককে খবর দেন। তিনি সুরকারকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মধ্যরাতে OSA (obstructive sleep apnea) এর কারণে মৃত্য হয় তাঁর।

সাত আটের দশকে একাধিক হিট গানের স্রষ্টা ছিলেন তিনি। ‘চলতে চলতে’, ‘ডিসকো ডান্সার’, ‘শরাবি’-র মতো গান বেঁধেছিলেন তিনি। তাঁর শেষ গান ছিল ‘বাঘি ৩’ ছবির জন্য ‘বাঙ্কাস’। শেষ তাঁকে স্ক্রিনে দেখা গিয়েছিল সলমন খানের সঙ্গে ‘বিগ বস ১৫’-তে। সেখানে তিনি তাঁর নতুন গান ‘বাচ্চা পার্টি’-র প্রোমোশনে গিয়েছিলেন।

প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ি। তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular