Ukraine Crisis: “প্রস্তুতি গুরুত্বপূর্ণ নয়”, ফের কূটনীতির পক্ষে বার্তা আমেরিকার

ইউক্রেন ইস্যু কথা বলে মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেন, কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করা যায়। কিন্তু যদি রাশিয়া আক্রমণ…

ইউক্রেন ইস্যু কথা বলে মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেন, কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করা যায়। কিন্তু যদি রাশিয়া আক্রমণ করে তবে আমেরিকা তৈরি রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাইডেন জানিয়েছেন, রাশিয়া ও তাঁর জোট বললেও ইউক্রেন সীমান্ত থেকে তারা ১ লক্ষ ৫০ হাজার বাহিনীর সেনা প্রত্যাহার করছে না। আমেরিকার মতে বিশ্লেষকরা জানিয়েছেন ইউক্রেন হুমকির মুখে রয়েছে। আমেরিকা কী হচ্ছে, তা নিয়ে ভাবিত নয়। কূটনীতির জন্য তৈরি তারা। আমেরিকা ইউক্রেনের উপর রুশ আক্রমণের নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া চায়। এখনও এর সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জানিয়েছেন বাইডেন।

সম্প্রতি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণকের তরফে জানানো হয়েছে তারা সেনার মহড়া শেষ করে ঘাঁটিতে ফিরে যাচ্ছে। ইউক্রেন সীমান্ত ছেড়ে দিচ্ছে তারা। মঙ্গলবার মস্কোতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিন বলেন, রাশিয়া যুদ্ধ চায় না। পশ্চিমের দেখগুলির সঙ্গে হওয়া সমস্যার সমাধান পেতে ইচ্ছুক তারা।