মা হতে যাচ্ছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি (PoriMoni), সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করছেন। বাংলাদেশি অভিনেত্রীর বিয়ে ও সন্তানের খবর নিয়ে ঢাকা ও কলকাতার টলিউড সিনে দুনিয়া আলোড়িত।
পরীমনি জানিয়েছেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। সন্তানের বাবা হচ্ছেন শরীফুল।
সোমবার প্রথমে বিয়ে ও সন্তান সম্ভাবনার খবর দিয়ে চমক তৈরি করেন অভিনেত্রী সামসুন্নাহার স্মৃতি পরীমনি। তাঁর বিয়ের খবরে ভক্তদের একাংশ রীতিমতো হতাশ হয়ে পড়েন। এরপর এসেছে পরীর সন্তানদের নামের তালিকা।
পরীমনির বিরুদ্ধে চাঞ্চল্যকর মাদক মামলা
সম্প্রতি সামসুন্নাহার স্মৃতি (পরীমনি) বারবার আলোচিত হয়েছেন। গত বছর তিনি আচমকা অভিযোগ করেন ঢাকা বোট ক্লাবে আক্রান্ত ও খুনের চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে প্রবল আলোড়ন ছড়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ফিল্মি মহলে। পরীমনির অভিযোগ ছিল খুনের ষড়যন্ত্র করেন বাংলাদেশ সংসদের বিরোধীদল জাতীয় পার্টির নেতা নাসিরউদ্দিন। চাঞ্চল্যকর অভিযোগের পরে পরীমনি বারবার নিজের জীবন বিপন্ন বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে প্রভাবশালী নেতা নাসিরউদ্দিনকে। তিনি জামিনে মুক্তি পেয়ে পরীমনির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন। এর পর নাটকীয়ভাবে পরীমনির ঢাকার অভিজাত এলাকা বনানীর ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক ইয়াবা, অশ্লীল ছবি ও ভিডিওর বিপুল সম্ভার।
মাদক মামলায় গ্রেফতার হন পরীমনি। তদন্তে নেমে ঢাকা পুলিশ জানতে পারে পরীমনির মাদক কারবার আন্তর্জাতিক। পশ্চিমবঙ্গে টলিউড মহলের কয়েকজন এতে জড়িত। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
এই মাদক মামলায় পরীমনিকে জেল যেতে হয়েছিল। ঢাকা জেল থেকে জামিনে মুক্তি পান। তিনি জানিয়েছেন, সেই সব কঠিন মুহূর্তে যাকে পাশে পেয়েছি তার ভালোবাসা গ্রহণ করেছি। পরীমনির স্বামী ঢাকাইয়া ছবির অভিনেতা শরীফুল রাজ। স্বামীর সঙ্গে ছবি দিয়েছেন পরীমনি।
যেভাবে পরীমনির প্রেম ও বিয়ে
পরীমনি ও শরীফুল রাজের প্রেম হয় চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে। গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। বিয়ের তিন মাস পরেই সন্তানের জন্ম দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী।
তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেছি। কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।