বিজেপিকে ঠেকাতে গোয়া নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটের ইঙ্গিত রাহুলের

চলতি বছরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার মধ্যে একটি রাজ্য গোয়া। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিজেপি শাসিত এই রাজ্যে পশ্চিমবঙ্গের শাসক…

চলতি বছরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার মধ্যে একটি রাজ্য গোয়া। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিজেপি শাসিত এই রাজ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস ক্ষমতা দখলে মরিয়া। তৃণমূল ইতিমধ্যেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পিছিয়ে নেই কংগ্রেসও। এই সময় এক বড় খবর সামনে এল। গোয়ায় নির্বাচনের আগে জোট বাঁধতে পারে মমতা-রাহুল গান্ধীর দল।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার দুদিন পর সোমবার গোয়ার নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি ভেনুগোপাল এবং পি চিদাম্বরমের সাথে দেখা করেন রাহুল গান্ধী।

এরপরই রাজনৈতিক মহলে কংগ্রেস-তৃণমূলের জোট বাঁধার জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, গোয়ার কংগ্রেস নেতাদের সঙ্গে দিল্লিতে একটি বৈঠকে বসবেন সোনিয়া পুত্র। সেই বৈঠকেই তৃণমূলের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা কড়া হতে পারে।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক দফার নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা।