এক রত্তির নমস্কার দেখে স্তম্ভিত বিচারকরা!

সদ্য শুরু হয়েছে জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা। বর্তমানে সেখানে চলছে গ্র্যান্ড অডিশন। আর সেই অডিশনেই দেখা গেল ছোট্ট ঋধিশ্রোতা মণ্ডলকে। আসলে এই এক…

এক রত্তির নমস্কার দেখে স্তম্ভিত বিচারকরা!

সদ্য শুরু হয়েছে জি বাংলায় জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা। বর্তমানে সেখানে চলছে গ্র্যান্ড অডিশন। আর সেই অডিশনেই দেখা গেল ছোট্ট ঋধিশ্রোতা মণ্ডলকে। আসলে এই এক রত্তি সকলের মত এখানে অডিশন দিতে এসেছে। কিন্তু তাঁর নমস্কারের স্টাইল দেখেই অবাক সকলে। মঞ্চে উপস্থিত সকলকেই সে নমস্কার করে।

পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামের মানে কি! খুব সহজ-সরল ভাবে সে জানায় ফ্লও অফ হার্ট। এর পরে তার কাছ থেকে জানতে চাওয়া হয় সে কি গান গাইবে! আর তখনই ভাবতে শুরু করে দেয় সে, কি গান গাইবে! তারপরে বলে মিউজিশিয়ানদের বলে ডি স্কেলে বাজাতে। আর তাই দেখেই হাসিতে মেতে ওঠে বিচারকরা। এরপর ব্যাগ থেকে বের করে ডায়রি। সেই ডায়েরি দেখে সে জানায় কোন গানটি গাইবে।

   
Advertisements

এবার দেখার আদৌ গ্র্যান্ড অডিশন এ ঋধিশ্রোতা সুযোগ পাই কিনা। আর তার জন্য সকলকেই দেখতে হবে জি বাংলা সারেগামাপা। এবারের সারেগামাপা এর বিশেষ আকর্ষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে মঞ্চে উপস্থিত প্রথম পাঁচ জনকে শ্রুতি নন্দনে নিজে তালিম দেবেন অজয় চক্রবর্তী।