খুল্লামখুল্লা পোশাকে ঝড় তুলল অনুষা

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অনুষা বিশ্বনাথন।অনুষা যাদবপুরের তুলনামূলক সাহিত্যের ছাত্রী।বিনোদন দুনিয়াতেও পা রেখেছেন বেশ কয়েক বছর হল।পরিচালক অশোক বিশ্বনাথন ও অধ্যাপক-সঞ্চালক মধুমন্তী মৈত্রের…

খুল্লামখুল্লা পোশাকে ঝড় তুলল অনুষা

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অনুষা বিশ্বনাথন।অনুষা যাদবপুরের তুলনামূলক সাহিত্যের ছাত্রী।বিনোদন দুনিয়াতেও পা রেখেছেন বেশ কয়েক বছর হল।পরিচালক অশোক বিশ্বনাথন ও অধ্যাপক-সঞ্চালক মধুমন্তী মৈত্রের কন্যা অনুষা অভিনয়ের গুনে ইতিমধ্যেই টলিপাড়ায় নিজের পায়ের জমি শক্ত করে নিয়েছেন।

Mamata stops the vobissoter vut but The Kashmir Files continues

‘দুর্গা সহায়’, ‘জেনারেশন আমি’,অরিন্দম শীল পরিচালিত ‘ধনঞ্জয়’ ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র বা অনীক দত্তের ছবি ‘বরুণবাবুর বন্ধু’ তে একটা মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।শুধু অভিনয় নয়,সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অনুষা। ট্রেন্ড মেনেই অন্যান্যদের মত তিনিও ইদানিং বোল্ড শ্যুটে ধরা দিচ্ছেন নিজেকে।তাঁর ইন্সট্রাগ্রামে উঁকি দিলেই দেখা যায় নানান পোজে বোল্ড ছবি ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করছেন।অনুষা বিশ্বাস করেন,শরীরের লুকোছাপার দরকার কী! পোশাকের আড়ালের মানুষটিই রিয়েল, বাকি সবই  বানিয়ে তোলা।তাই অন্যান্য বারের মত ফের ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ধরা দিলেন অনুশা।

Srabanti Chatterjee in search of marital happiness 

Advertisements

<

p style=”text-align: justify;”>টলিপাড়ার একাংশের গুঞ্জন,প্রিয়াঙ্কা সরকারের চিত্রগ্রাহক বন্ধু তথাগত ঘোষের সঙ্গে নাকি নতুন বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁর।অনুষার ইনস্টাগ্রাম জুড়েও তাই রয়েছে তথাগতর তুলে দেওয়া ছবির বাহার।দিন কয়েক আগে অভিনেত্রীর স্টোরিতেও দেখা গিয়েছে তথাগতকে।অনুষার দেওয়াল জুড়ে ‘তথাগত’ থাকলেও তাঁর লেন্সবন্দি করা কোনও ছবি বহুদিন ভেসে ওঠেনি প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামের দেওয়ালে।তাই প্রিয়াঙ্কার সঙ্গে যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তা স্পষ্ট।