প্রেম- থেকে বিবাহ,দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী।বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা তার।তাই শ্রাবন্তীকে টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললেও খুব একটা ভুল বলা হবেনা।অভিনয়ের তুলনায় ব্যক্তিগত জীবনের জটিলতার জন্যই সর্বদা লাইমলাইটে থাকেন অভিনেত্রী।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের মধ্যেই জীবনে এসেছে শ্রাবন্তীর নতুন প্রেম।ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জনে তোলপাড় টলিপাড়া।এসবের মাঝেই রোশন নিজের ইন্সট্রাগ্রামে নাম না করে শ্রাবন্তীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন।রোশন লিখেছেন,“কেন প্রতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় ও”। রোশনের এই ‘ও’ কি আদপে শ্রাবন্তীই।স্টোরি পোস্ট হতেই নেটিজেনদের একাংশের অনুমান তেমনটাই।রোশনের এই মন্তব্য ঘিরে শুরু হয় জল্পনা।হঠাৎ রোশনের এমন মন্তব্যের কারণই বা কি!
<
p style=”text-align: justify;”>নেটজনতার একাংশের মতে,বিচ্ছেদের পর রোশনকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেছিলেন শ্রাবন্তী।যৌন সুখে অতৃপ্ত থাকার কারণেই হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেছেন অভিনেত্রী।সেই কারণেই রোশনের এমন তির্যক মন্তব্য।যদিও এই বাকযুদ্ধ নতুন নয়।এর আগেও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বাক বিতন্ডায় জড়িয়েছিলেন রোশন ও শ্রাবন্তী।এমনকী রোশনকে চোর অপবাদও দিয়েছিলেন অভিনেত্রী।তাই রোশনের তির্যক মন্তব্যটি শুনে সেটি যে শ্রাবন্তীর উদ্দেশ্যেই করা হয়েছে, সেটি বুঝতে নেটিজেনের একটুও সময় লাগেনি।