Weather: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

চৈত্রের শুরু থেকেই গরম অনুভূত হচ্ছে রাজ্যে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। নাম অশনি। শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সোমবার এটি…

weather in Kolkata

চৈত্রের শুরু থেকেই গরম অনুভূত হচ্ছে রাজ্যে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। নাম অশনি। শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সোমবার এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

তবে অশনির প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের আশঙ্কা নেই। তাপমাত্রা বাড়ার পূর্বাভাসই দিচ্ছে হাওয়া অফিস। বরং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে অস্বাস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।

আগামী ৪ থেকে ৫ দিনে আরও তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্যের কারণে সকালে হালকা কুয়াশা থাকতে পারে জায়গায় জায়গায়। আকাশ প্রধানত পরিষ্কার। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।