Birbhum: বাংলায় বোমা শিল্প! রামপুরহাটে বিপুল বোমা উদ্ধারে চাঞ্চল্য

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বোমা-শিল্পের ফুলঝুরি ফুটছে বলে বিরোধীদের কটাক্ষ। এগরায় ভয়াবহ বিস্ফোরণের বহু মৃত্যুর পর একের পর এক বিস্ফোরণ হয়েছে…

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বোমা-শিল্পের ফুলঝুরি ফুটছে বলে বিরোধীদের কটাক্ষ। এগরায় ভয়াবহ বিস্ফোরণের বহু মৃত্যুর পর একের পর এক বিস্ফোরণ হয়েছে ডায়মন্ডহারবার, দুবরাজপুর, দিনহাটা, ভাঙড়, ইংরেজবাজারে। এবার ফের বীরভূমে (Birbhum) বিপুল পরিমাণ বোমা উদ্ধার হলো।

রামপুরহাটে কমপক্ষে ৩০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রামপুরহাটের নারায়ণপুর গ্রামে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি ঘাস জমিতে গাছের গোড়ায় দুটি ড্রাম ভর্তি বোমা রাখা ছিল। সেগুলি একসাথে ফেটে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো বলেই আশঙ্কা।

এলাকাবাসী সকালে বোমা ভর্তি ড্রামদুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বম্ব স্কোয়াড এনে বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বোমা আতঙ্ক ছড়াচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতিরা বোমা হামলার জন্য তৈরি হচ্ছে। একসাথে এতগুলো বোমা দিয়ে বড়সড় নাশকতার চেষ্টা চলছিল বলেও অভিযোগ।

জেলার কাঁকরতলা থানা এলাকায় আলার মিলের কাছে ঝাড়খণ্ড থেকে অস্ত্র নিয়ে জেলায় ঢোকার আগে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতেরা হল শেখ রাজা ও শেখ লাদেন। শেখ রাজা ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্যজন কাঁকরতলা থানা এলাকার বাসিন্দা। তাদের কাছে একটি দেশি পিস্তল ও দুরাউন্ড কার্তুজ পাওয়া গেছে। বৃহস্পতিবার তাদের দুবরাজপুরের আদালতে পেশ করা হয়।

এর আগে বুধবার রাতে সদাইপুর থানার হদলা গ্রামে ধরা পড়ে শেখ মেহেবুব ওরফে মহরম। এলাকার দাগি অপরাধী হিসাবে পুলিশের খাতায় তার নাম আছে। তার কাছে একটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাকে সিউড়ি আদালতে পেশ করা হয়।