Anupam-Piya: পিয়ার থেকে অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি?

Anupam-Piya

Anupam-Piya: নিজের স্ত্রী পিয়া হয়েছেন বন্ধুর। চুটিয়ে সংসার করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে আনমনে একাকী ‘ফিরে এসো’ গানের প্রচার চালাচ্ছেন পিয়ার একসময়ের অতিপ্রিয় মানুষ অনুপম রায় (Anupam-Piya)। পরম-পিয়ার বিয়ের পর থেকেই ফ্যানেদের কাটাছেঁড়ার চাপে এরই মধ্যে বহুবার অস্বস্তিতে পড়েছেন তিন তারকা। তবুও খেই হারাননি একেবারেই। এদিকে নতুন জল্পনা বলছে অন্য গল্প। পিয়ার থেকেও নাকি অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি।

Advertisements

অনুপমের সমব্যথী ফ্যানেরা এবার প্রশ্ন তুলছেন, ডিভোর্সের পর পিয়া তো সুখের ঘর বেঁধেছেন ইতিমধ্যেই। তাহলে অনুপমের পালা কবে। দ্বিতীয় বিয়েটা কবে সারবেন জনপ্রিয় গায়ক। আসলে দ্বিতীয় নয়। পিয়ার পর বিয়ে করলে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম। পিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। পিয়ার আগে যিনি অনুপমের সঙ্গিনী ছিলেন, তাঁর নাম যদিও জানা যায়নি। তবে, এতটুকু স্পষ্ট যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীর প্রেমে পড়েন অনুপম। এরপর বিয়ে। কিন্তু বেঙ্গালুরুতে তাঁদের সংসার জীবনটা টিকলো না।

   

প্রথম স্ত্রীকে ছেড়ে কলকাতায় ফিরলেন অনুপম। এরপর গানের জগতে নতুন করে হারানোর সুযোগ আসে অনুপমের কাছে। ঠিক তখনই আরও এক মহিলার প্রতি ভালোবাসা উজাড় করে দেন গায়ক। একাধারে সমাজসেবী আবার গায়িকা পিয়া চক্রবর্তীই ছিলেন সেই লাখি মহিলা। দুজনের মধ্যে প্রেম জমাট বাঁধতে থাকে। দ্বিতীয় বিয়েটা সেরে ফেলেন অনুপম।কিন্তু সেখানেও বেগতিক। তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কে চিড় ধরে (Anupam-Piya)। জানা যায়, ওই তৃতীয় ব্যক্তিই ছিলেন অনুপমের পরম বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। এরপরের ইতিহাস সকলেই জানেন। 2021 সালে আবার ডিভোর্স আর 2023-এ এসে শুরু পরম-পিয়ার বৈবাহিক সুখের দিন।

কিন্তু বিষয়টি হচ্ছে, এবার কি তৃতীয় বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম রায়। সে উত্তর এখনও অজানা। সময়ই বলবে গায়কের আগামী জীবনের গল্প। একাকীই থেকে যাবেন নাকি নতুন কোনো প্রাণের মানুষের খোঁজ পাবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements