Alia-Kangana: ‘ছোট আলিয়া’র হয়ে কঙ্গনাকে পাল্টা জবাব আলিয়ার

ঠোঁটে বিড়ি, মুখে অশ্লীল সংলাপ। পর্দার যৌনকর্মীর চরিত্রের মতোই তার সাজপোশাক, আচরণ। সদ্য আলিয়ার (Alia) নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ থেকেও একটি দৃশ্যের অনুকরণ করেছে বাচ্চা…

alia-bhatt-reacts-to-kangana-ranauts-criticism-of-chhoti-alia

ঠোঁটে বিড়ি, মুখে অশ্লীল সংলাপ। পর্দার যৌনকর্মীর চরিত্রের মতোই তার সাজপোশাক, আচরণ। সদ্য আলিয়ার (Alia) নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ থেকেও একটি দৃশ্যের অনুকরণ করেছে বাচ্চা একটি মেয়ে। দেখতে দেখতে চোখে নিমেশেযা ভাইরাল হয়ে যায়। এমনকি অলিয়া নিজে এই ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

এই ভিডিও নিয়েই আপত্তি তোলেন কঙ্গনা। তাঁর বক্তব্য ছিল— ‘একটি শিশুকে দিয়ে এ ভাবে যৌনকর্মীর চরিত্র ফুটিয়ে তোলা হল কী করে? কেনই বা তার মুখে বিড়ি আর অশ্লীল সংলাপ?’ মেয়েটির অভিভাবকদের এর জন্য দায়ী করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান। টুইটারে কঙ্গনা লেখেন, ‘সরকারের উচিত ওই শিশুটির অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। টাকার বিনিময়ে তাঁরা নাবালিকা মেয়েটিকে দিয়ে এক যৌনকর্মীর জীবনীচিত্রের প্রচার করছেন!’ তারই পাল্টা জবাব দিলেন আলিয়া। তাঁর বক্তব্য, বড়দের অনুপস্থিতিতে নিশ্চয়ই ভিডিয়োটি শ্যুট করা হয়নি। পরিবারের প্রাপ্তবয়স্ক কেউ, সম্ভবত বাবা-মা কিংবা দাদা-দিদির উপস্থিতিতে ছোট্ট মেয়েটি ‘গঙ্গুবাই’কে অনুকরণ করে থাকলে কারও কিছু বলার থাকতে পারে না।

নেটমাধ্যমে ওই শিশুটির পরিচিতি হয়ে গিয়েছে ‘ছোট আলিয়া’ হিসেবেই। আলিয়া ভট্টের বিভিন্ন ছবির সংলাপ বা দৃশ্য অনুকরণ করে নিয়মিতই ভিডিয়োয় দেখা যায় তাকে। সদ্য আলিয়ার নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ থেকেও একটি দৃশ্যের অনুকরণ করেছে ‘ছোটি আলিয়া’।

এদিকে ছবির নাম বদলের পরামর্শ দিলেন শীর্ষ আদালত। বিভিন্ন কারণে সঞ্জয় পরিচালিত ছবিটির (Gangubai) মুক্তি স্থগিত রাখার জন্য আদালতে বেশ কয়েকটি মামল করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

গতকাল কামাথিপুরা অঞ্চলকে নিষিদ্ধপল্লি হিসেবে দেখানোর বিরোধিতা করে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক কংগ্রেস নেতা। অভিযোগ করেছিলেন, ছবির চিত্রনাট্য অনুযায়ী, কামাথিপুরা অঞ্চলকে নিষিদ্ধপল্লি বলে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ এ ও যে, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিতে মানহানি করা হয়েছে কাঠিয়াওয়াদি সম্প্রদায়ের মানুষদেরও। আমিন পটেল নামের ওই এমএলএ বোম্বে হাইকোর্টে আইনিভাবে আর্জি জানিয়েছিলেন ছবির নাম পরিবর্তন করার জন্য। আজ এই মামলা খারিজ করে দেয় আদালত। তবে নির্মাতা এবং গঙ্গুবাইয়ের পরিবারের দ্বন্দ্ব মেটাতে এই ছবির নাম বদলে ফেলার পরামর্শ দিল হাইকোর্ট। পরিচালকের আইনজীবী জানিয়েছেন ২৪ ফেব্রুয়ারি আদালতে শুনানির আগে তিনি সঞ্জয়ের কথা বলবেন। আদালতের এই পরামর্শে তিনি রাজি কিনা, তা জানতে পারবেন আইনজীবী।