সৌমিতৃষা আর অদৃতের জোড়ি এখন ঘুরছে লোকের মুখে মুখে। দু’জনকে ছাড়াই ‘মিঠাই’ ধারাবাহিক অসম্পূর্ণ। বিশাল এক ফ্যান বেস তৈরি হয়েছে উচ্ছেবাবু ও মিঠাই জুটির। প্রায়দিনই সেটের বাইরে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন অনুরাগী। অদৃতের ( Adrit Roy) ফ্যানদের কথায়, ‘উচ্ছেবাবুর তেতো তেতো আর রাগি স্বভাব তাঁদের কাছে নাকি অদৃতকে বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে উচ্ছেবাবুকে দেখা যাবে না আর ‘মিঠাই’ ধারাবাহিকে। তবে ভয়ের কোনও কারণ নেই অদৃতই থাকছেল তবে ভোলবদল করেছে নিজের। টপ করপোরেট থেকে এখন তাকে দেখা যাবে ‘রকস্টার’ ইমেজে।
সম্প্রতি সামনে এসেছে ‘মিঠাই’-এর নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অ্যাকসিডেন্টের কবলে পড়ে সিদ্ধার্থ। রাস্তা থেকে তার গাড়ি গিয়ে পরে জলাশয়ে। যেখান থেকে সিডের ( Adrit Roy ) গাড়ি উদ্ধার হলেই হদিশ মেলে না উচ্ছেবাবুর। সবার মনে আশা জাগিয়ে মিঠাই বলেন, তার গোপাল উচ্ছেবাবুকে ফিরিয়ে এনে দেবে। ঠিক তার পরই সিদ্ধার্থকে রকস্টারের বেশে স্টেজ পারফর্ম করতে দেখা যায়।
টানা টিআরপি-এর তালিকায় প্রথম স্থানে ছিল মিঠাই। ‘গাঁটছড়া’, ‘আলতা ফড়িং’ সে জায়গা কেড়ে নিয়েছে। পুরানো আধিপত্যা ফিরে পেতে তাই প্লটে আসছে নতুন চমক। টিআরপি বাড়াতে তাই হাসি, মজা ,খুনসুটির, রোম্যান্সের পর এবার টানটান সাসপেন্স নিয়ে কোমর বেঁধে ময়দানে নামছে ‘মিঠাই’ টিম। এখন দেখার হারিয়ে যাওয়া জায়গা তাঁরা ফিরে পায় কিনা।