Rashmika Mandanna: রশ্মিকার মতো হট হতে চান? নিজের হটনেসের সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। যদিও বর্তমানে বলিউডেও অভিনয় করছেন তিনি। দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’ ছবিতে অভিনয় করে রশ্মিকা জাতীয় স্তরে নজর কেড়েছিলেন।

Actress Rashmika Mandanna

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। যদিও বর্তমানে বলিউডেও অভিনয় করছেন তিনি। দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’ ছবিতে অভিনয় করে রশ্মিকা জাতীয় স্তরে নজর কেড়েছিলেন। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে প্রেম করছেন কি না, তা নিয়ে জল্পনার শেষ নেই ইন্ডাস্ট্রিতে। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি দু’জনের কেউ-ই।

অভিনয় দক্ষতার পাশাপাশি ‘পুষ্পা’ ছবিতে ‘সামি সামি’ গানে যে শরীরী হিল্লোল তুলেছিলেন রশ্মিকা, তাতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্বের দর্শক। রশ্মিকার ফিটনেসে অনুপ্রাণিত তাঁর অসংখ্য অনুরাগী। শুধুই কি বিরামহীন কঠোর শারীরিক কসরত রশ্মিকার এমন মেদহীন চেহারার নেপথ্যে? এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন নায়িকা নিজেই।

রশ্মিকার কথায়, রোগা হওয়ার অন্যতম একটি উপায় হল শরীরচর্চা। এর কোনো বিকল্প নেই। অনেক সময় দেখা যায়, নিয়ম করে শরীরচর্চা করেও, অনেক সময়ে কোনও সুফল পাওয়া যায় না। ভুল থেকেই যায় কিছু ক্ষেত্রে। রশ্মিকা শরীরচর্চার পাশাপাশি সেই বিষয়গুলিতেও নজর দেন।

১) জিম পোশাক খুবই গুরুত্বপূর্ণ তার মতে। কী ধরনের পোশাক পরে শরীরচর্চা করছেন, তা-ও সমান ভাবে জরুরি। এ ক্ষেত্রে ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ মেনে পোশাক নির্বাচন করাই ভাল।

২) শরীরচর্চার সময়ে রশ্মিকার নাকি গান শোনা চাই। গান না শুনলে ট্রেডমিলে উঠে তাঁর পায়ের গতি নাকি আস্তে হয়ে যায়। শরীরচর্চার সময়ে গান শুনলে আলাদা শক্তি পাওয়া যায়। তার মতে এর ফলে একঘেয়ে লাগে না আর সেইসাথে অনেক ক্ষণ ধরে শরীরচর্চা করা যায়।

৩) রশ্মিকা বলছেন এক জন জিম-সঙ্গী যদি জুটিয়ে নিতে পারেন, তা হলে বেশ ভাল হয়। আগে রোগা হবেন কে? এই নিয়ে দু’জনের মধ্যে যদি একটা হালকা প্রতিযোগিতা থাকে, তবে মন্দ কী?

৪) রোগা হওয়া কিংবা ফিট থাকা, সবেতেই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা প্রয়োজন। ওজন কমানোর চটজলদি কোনও পথ নেই। রশ্মিকা জানিয়েছেন তার যত কাজই থাকুক, এমনকি তিনি যেখানেই থাকুন সপ্তাহে ৪ দিন ৪-৫ ঘণ্টা করে জিমেই সময় কাটান নায়িকা।