Srijala Guha: ডেনিম জ্যাকেটে উষ্ণতা বাড়াচ্ছেন সৃজলা

37
Actress Srijla Guha

শীত পরছে। আর এর মধ্যেই শীতের স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে অভিনেত্রীরা। এদিকে তাপমাত্রা ও কমতে শুরু করেছে। সেই তাপমাত্রাই খানিক বাড়িয়ে দিল অভিনেত্রী সৃজলা গুহ (Srijala Guha)। পরনে শুধু একটি ডেনিম জ্যাকেট ব্যাস। এতেই রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি “মন ফাগুন” সিরিয়ালে শন এর বিপরীতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন সৃজলা। । অন্যদিকে পূজোর সময় এস ভি এফ এর এক মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে । এরপর বিভিন্ন রিয়ালিটি শো তে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভূমিকায়

এছাড়াও রোহান ভট্টাচার্যের সাথে ব্রেক আপের পর সম্প্রতি এই প্রথম ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে দুজন মুখোমুখি হন সেই নিয়ে গুঞ্জন ও শুরু হয়, যদিও সেই নিয়ে কোন মন্তব্য করেনি দুজনে। এখন দুজনেই ব্যস্ত নিজের নিজের ক্যারিয়ার নিয়ে।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)