Krishna Mukherjee: পাঁচ মাস পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, সঙ্গে হেনস্তা! মুখ খুললেন অভিনেত্রী

পাঁচ মাস পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, সঙ্গে চরম হেনস্তা! অবশেষে সমাজ মাধ্যমে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। যদিও তিনি সমাজ মাধ্যমে অভিযোগ করার পরে…

krishna mukherjee

পাঁচ মাস পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, সঙ্গে চরম হেনস্তা! অবশেষে সমাজ মাধ্যমে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। যদিও তিনি সমাজ মাধ্যমে অভিযোগ করার পরে তিনি লেখেন, ‘ আই ফিল আনসেফ। আই নিড জাস্টিস।’ গত শুক্রবার তিনি তাঁর ইন্সটাগ্রাম আইডিতে বিস্তারিত অভিযোগ করেন। কিন্তু কী অভিযোগ তাঁর?

তাঁর সমাজমাধ্যমের বক্তব্য থেকে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুন্দন সিং। তাঁর অভিনীত সিরিয়াল ‘শুভ শগুন-এর প্রযোজক ছিলেন তিনি। তিনি দাবি করেন দীর্ঘদিন তাঁকে পারিশ্রমিক না দেওয়ার কারণে তিনি শুটিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের জন্য নাকি তাঁকে মেকাপ ভ্যানে আটকে রাখা হতো। তিনি অসুস্থ থাকার সময়েও নাকি তাঁকে জোর করে শুটিং করতে বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয় প্রযোজনা সংস্থার অফিসে গেলেও আমাকে কেউই পাত্তা দেয়নি বলে তিনি দাবি করেন।

   

সমাজমাধ্যমে তিনি লেখেন, ” আমার এর আগে কখনও মনের এই কথা বলার সাহস হয়নি, কিন্তু আজ আমি আর পারছি না। আমি মানসিক অবসাদে ভুগছিলাম, একা থাকলে অ্যংজাইটি হতো, জোরে জোরে কাঁদতাম।” যদিও অভিনেত্রীর তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রযোজক।