Saturday, December 6, 2025
HomeEntertainmentPawandeep-Arunita: আইনি জালে পবনদীপ-অরুণিতা

Pawandeep-Arunita: আইনি জালে পবনদীপ-অরুণিতা

- Advertisement -

আইনি সমস্যা জড়ালেন পবণদীপ ও অরুণিতা (Pawandeep-Arunita)। সম্প্রতি গায়ক-গায়িকার বিরুদ্ধে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন দামী এক সংস্থা।

Advertisements

জানা গিয়েছে, ‘ইন্ডিয়ান আইডল ১২’ শেষ হওয়ার আগেই এক নামী সংস্থার সঙ্গে ২০টি গানের একটি রোম্যান্টিক অ্যালবামের জন্য চুক্তি হয়েছিল পবণদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের। প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই অ্যালবামের ঘোষণাও করা হয় সেই সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, একটি গানের শ্যুটিংয়ের পর থেকে প্রযোজকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না পবণদীপ-অরুণিতা। তাঁরা আরও অভিযোগ তোলেন যে, প্রথম গানের শ্যুটিংয়ের পরই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন অরুণিতা কাঞ্জিলাল। আর তার পর পরই সমস্ত যোগাযোগ ছিন্ন করেন পবণদীপ কাঞ্জিলালও। সংস্থার সঙ্গে যে চুক্তি হয়, বাকি গানের শ্যুটিং এবং প্রোমোশনের জন্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখেননি তাঁরা। আর এর ফলেই ক্ষতির মুখে পড়ে ওই মিউজিক কোম্পানি।

   

 ‘গাঙ্গুবাই’ ছবির গানে নেচে বাজিমাত করল নীপা ও তোর্সা 

ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, প্রযোজকদের সঙ্গে কোনও অবিচার মেনে নেবে না তারা।

ইন্ডিয়ান আইডল ১২ এর মঞ্চের জনপ্রিয় দুই প্রতিযোগী অরুণিতা ও পবনদীপ। ভাল গায়ক-গায়িকার পাশাপাশি তাঁর নামের সঙ্গে যুক্ত হয় এক লাভস্টোরির। পবন বা অরুণিতা কেউই নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, ইন্ডিয়ান আইডলের বেশিরভাগ ফ্যানই তাঁদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই মেনে নিয়েছেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চেই চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই স্টেজ সাক্ষী ছিল পবন-অরুণিতার ‘প্রেমকাহিনি’র। পবনদীপের নাম ঘোষণার পর তিনি জড়িয়ে ধরেন অরুণিতাকে। প্রথম ও দ্বিতীয় হওয়ার এই আনন্দের মাঝেও যেন পূর্ণতা পেয়েছিল তাঁদের বিশেষ ‘বন্ধুত্ব’-এর সম্পর্ক। যা এখনও একই র

 ‘রাজদা’ থেকে ‘রাধিকা’ জার্নিটা বিশাল: স্বস্তিকা 

<

p style=”text-align: justify;”>কিছুদিন আগে, উত্তরাখণ্ডের চম্পাওয়াতে পবনদীপের বোনের বিয়েতে একেবারে আত্মীয়ের মতোই হাজির অরুণিতা কাঞ্জিলাল। সোশ্যাল মিডিয়ায় ‘অরুদীপ’-এর ফ্যানপেজে এই ছবি ও ভিডিওগুলি শেয়ার করেছে পরিবার, বন্ধু-অনুরাগীরা। যা নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সব ছবি ও ভিডিও। যেমন গায়ে হলুদের ফটোতে দু’জনকেই দেখা গিয়েছে হলুদ পোশাকে। একসঙ্গে অতিথিদের সঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। কনের পাশে পাশেই অরুণিতাকে দেখা গিয়েছে বেশিরভাগ সময়। সঙ্গে বিয়ের নানা আচার অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন বাঙালি কন্যে। শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গানও গেয়েছেন পবন ও অরুণিতা

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular