২৫ শতাংশ বাড়ানো হল প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যা

theatres india

কলকাতা: ওমিক্রনের প্রভাবে দিল্লিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা ছিল সিনেমাহল। ফলত ফের মাথায় হাত পড়েছিল হল-মালিক থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, অভিনেতাদের। বেশ কিছু ছবি-মুক্তিও পিছিয়ে গিয়েছে। তবে সময় সব সময় খারাপ যায় না। যদিও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে করোনার বিধি নিষেদের মেয়াদ কিন্তু প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা ৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। সোমবার নবান্ন থেকে করোনার নতুন বিধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, আরও ২৫ শতাংশ বাড়ল প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যা। আর এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে বিনোদন দুনিয়ায়।

মাননীয়ার এই ঘোষনায় উচ্ছ্বসিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা এবং অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি। তাঁরা জানিয়েছেন, ‘এক বছরেরও বেশি সময় প্রতীক্ষার পরে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আমাদের বড় বাজেটের ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। রাজ চক্রবর্তী বলেছেন, ‘দিদি’র ঘোষণায় বাকিদের মতো আমিও আনন্দিত। এ বারে ‘ধর্মযুদ্ধ’ নিয়ে আমাকেও নতুন ভাবে ভাবনা-চিন্তা করতে হবে।’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন