জয়েন্টে কলকাতা ঝলক, প্রথম শাহিল

প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এবার পরীক্ষায় বসেছিল ৯৭ হাজার ৫২৪ জন। প্রথম ও দ্বিতীয় হয়েছে কলকাতা থেকেই। এবার জয়েন্ট পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।…

Engineering student in india

প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এবার পরীক্ষায় বসেছিল ৯৭ হাজার ৫২৪ জন। প্রথম ও দ্বিতীয় হয়েছে কলকাতা থেকেই।

এবার জয়েন্ট পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষার ২৬ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

জয়েন্টে প্রথম হয়েছে মহম্মদ শাহিল আহমেদ। দ্বিতীয় স্থানে রয়েছ সোহম দাস। দুজনেই রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছে বাঁকুড়ার বাংলা বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায়।

এবারে চতুর্থ হয়েছে সৌহার্দ্য দণ্ডপাট। সে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম হয়েছে অয়ন গোস্বামী। দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের ছাত্র সে। নারায়ণপুর সোদপুরের ছাত্র অরিত্র অম্বুধ দত্ত পরীক্ষায় ষষ্ঠ স্থান হয়েছে। সপ্তম হয়েছে কিন্তন সাহা।

আজ বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা তাদের র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। মূলত দুটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ফলাফল।

www.wbjeeb.nic.in ও www.wbresults.nic.in ওয়েবসাইট থেকে।