Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুতে মুখ খুলেই মমতার নিশানায় বাম সংগঠন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং ইস্যুতে বাম ছাত্র সংগঠনগুলিকে নিশানা করেন।  স্বপ্নদীপের মৃত্যুর বিষয়ে…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university) পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং ইস্যুতে বাম ছাত্র সংগঠনগুলিকে নিশানা করেন। 

স্বপ্নদীপের মৃত্যুর বিষয়ে বিষ্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। পড়ুয়ার বাবা বলেছে ওপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে তোপ দেগে বলছেন “এরা বামপন্থী বিজেপির সাথে ঘর করে, সেখানে পুলিশ ঢুকতে পারেনা, সিসিটিভি লাগাতে দেয়না। আতঙ্কপুরী হয়ে উঠেছে যাদবপুর।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এরা মার্ক্সবাদী বড়ো বড়ো কথা, এখনও বিজেপির সাথে ঘর করছে। কখনো কংগ্রেসের সাথে ঘর করছে। তৃণমূল ওদের এক নম্বর শত্রু। ‌ওদের লজ্জা, আবেগ, বিবেক কিছু নেই। ছেলে মেয়েদের ব়্যাগিং করে। যাদবপুরের মতো একটি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা দেখে স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত। মমতা আরও বলেন, পড়াশোনায় ভালো হলে সবাই মানুষ হয়না। ছাত্র ছাত্রীরা দোষী নয়। কয়েকজন মনে করে গ্রাম বাংলা থেকে ছেলে মেয়েরা এলে তাদের অত্যাচার করা যায়।”

প্রসঙ্গত, শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি উপদেষ্টা তুলোধনা করেছে যাদবপুরকে। বগুলায় ছাত্রের বাড়িতে দেখা করতে গিয়ে তিনি বলেছে, যাদবপুর কী ভিনগ্রহ ! ‌সিসিটিভি লাগাতে দেওয়া হয়না, পুলিশ ঢুকতে দেওয়া হয়না, রেজিস্টার খাতা চেক করা হয়না। কেন এরম হবে এই প্রশ্ন তিনি করেছিলেন। এরপর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ফোরক মন্তব্য করল যাদবপুর নিয়ে।