Kolkata: নিউটাউনে রক্তাক্ত ঘটনা! হরিণের শিং ঢুকল পেটে

সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল নিউ টাউনের মিনি চিড়িয়াখানায়। হরিণকে খাওয়াতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন চিরিয়াখানার এক কর্মী। জানা গিয়েছে, খাওয়ানোর সময় ওই কর্মীর পেটের…

X Mass: Santa is coming, hang out with him at Christmas

সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল নিউ টাউনের মিনি চিড়িয়াখানায়। হরিণকে খাওয়াতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন চিরিয়াখানার এক কর্মী। জানা গিয়েছে, খাওয়ানোর সময় ওই কর্মীর পেটের ভিতর শিং ঢুকিয়ে দেয় একটি হরিণ।

গুরুতর জখম প্রসাদ বর্মন কে সঙ্গে সঙ্গে চিনারপার্কের চার্নক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ২৩ মে ঘটেছে। ওই কর্মীর একটি অস্ত্রোপচার হয়েছে। স্থানীয় সূত্রে খবর ওই কর্মী এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে এই বিষয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

এই সালের ৯ ফেব্রুয়ারি নিউ টাউনের এই মিনি চিড়িয়াখানা উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনের তিন মাসের মধ্যেই এমন ঘটনায় আতঙ্কিত সকলেই।

২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক-এর পাশেই ৬ নম্বর গেটের কাছে একটি হরিণালয় তৈরি করা হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। পরে দর্শকের চাহিদার করা মাথায় রেখে আরও কিছু পশুপাখিও যুক্ত করা হয়।