এই পরীক্ষার প্রিলিমস পাস করলেই ১০০০০০ টাকা দেবে মোদী সরকার

চাকরিপ্রার্থীদের সাহায্যের জন্য মাঝে মধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার, নানা বেসরকারি বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার যেমন বাংলার ছাত্র-যুবদের জন্য স্বল্প খরচে সিভিল…

চাকরিপ্রার্থীদের সাহায্যের জন্য মাঝে মধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার, নানা বেসরকারি বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার যেমন বাংলার ছাত্র-যুবদের জন্য স্বল্প খরচে সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC) প্রশিক্ষণ দিয়ে থাকে। আর এবার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট উদ্যোগ নিল মোদী সরকার। 

কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী কিষাণ রেড্ডি নয়াদিল্লিতে UPSC সিভিল সার্ভিসেস মেন পরীক্ষার প্রার্থীদের পুরস্কার দেওয়ার জন্য এক্সিলেন্স ইনিশিয়েটিভ (NIRMAN) পোর্টাল চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মিশন কর্মযোগী’কে সামনে রেখে এই প্রকল্প শুরু করা হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড যে সব জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে সেই সব যুবকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২০২৪ সালের UPSC সিভিল সার্ভিসেস প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা এই সুবিধা পাবেন।

   

যে সমস্ত পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ১ লক্ষ টাকার সাহায্য করাই এই প্রকল্পের উদ্দেশ্য। তবে প্রিলিমিনারি উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থী অবশ্য এই টাকা পাবেন না। দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা এই সুবিধা পাবেন।

বেকারত্বের লং জাম্প! তৃতীয়বার মোদী কুর্সিতে বসতেই চরম সর্বনাশ

কোল ইন্ডিয়া লিমিটেড যে ৩৯টি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে, সেখানকার স্থায়ী বাসিন্দারা এই সুবিধা পাবেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সোমবার সিভিল সার্ভিস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in-এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ১৪,৪৩০ জন প্রার্থীর রোল নম্বর রয়েছে। প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন মূল পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

আগামী সপ্তাহের মধ্যে upsc.gov.in-এ মূল আবেদনপত্র প্রকাশ করা হবে। UPSC ক্যালেন্ডার অনুসারে, সিভিল সার্ভিস মেইনস পরীক্ষা 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের UPSC পরীক্ষার মাধ্যমে ১০৫৬টি পদে নিয়োগ দেওয়া হবে।

২০২৬-এ উল্টে যেতে পারে NDA সরকার! আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের