বেকারত্বের লং জাম্প! তৃতীয়বার মোদী কুর্সিতে বসতেই চরম সর্বনাশ

২০১৪ সালে প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী (Narendra Modi) হিসেবে শপথ নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরির। এর মধ্যে পেরিয়ে গিয়েছে ১০টা বছর। ৪ জুন,…

Modi Unemployment বেকারত্বের লং জাম্প! তৃতীয়বার মোদী কুর্সিতে বসতেই চরম সর্বনাশ

২০১৪ সালে প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী (Narendra Modi) হিসেবে শপথ নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরির। এর মধ্যে পেরিয়ে গিয়েছে ১০টা বছর। ৪ জুন, ২০২৪ তৃতীয়বারের জন্য কুর্সিতে বসলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তার পরেই দেশে বাড়ল বেকারত্বের হার। গত জুন মাসে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৯.২ শতাংশ, এমনটাই জানিয়েছে সিএমআইই-র সমীক্ষা।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সমীক্ষা রিপোর্টে যে ছবি উঠে এসেছে, তা অত্যন্ত হতাশাজনক। রিপোর্টে বলা হয়েছে, গত জুন মাসে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৯.২ শতাংশ। মে মাসে যা ছিল ৭ শতাংশ। অর্থাৎ, মাত্র একমাসেই লাফিয়ে বেড়েছে বেকারত্বের হার। ২০২৩ সালের জুনে এই হার ছিল ৮.৫ শতাংশ।

   

এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে চলতি বছর ৪ জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতেই দেশে হু হু করে বেড়েছে বেকারত্বের হার। শুধু তাই নয়, গত আট মাসে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে বেকারত্বের হার। মুখে কিছু না বললেও এই পরিসংখ্যান যে নরেন্দ্র মোদীর চিন্তা বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

২০২৬-এ উল্টে যেতে পারে NDA সরকার! আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের

এমআইই-র কনজিউমার পিরামিডস হাউসহোল্ড সার্ভেতে উঠে এসেছে, গত মে মাসে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ছিল ৬.৩ শতাংশ। জুনে তা বেড়ে হয়েছে ৯.৩ শতাংশ। ২০২৩-এর জুন মাসে বেকারত্বের হার ছিল ৮.৮ শতাংশ। গ্রামাঞ্চলে বেকারত্বের হার বৃদ্ধি পেলেও শহরাঞ্চলে বেকারত্বের হার খুব বেশি বাড়েনি। গত মে মাসে শহরে এই হার ছিল ৮.৬ শতাংশ। জুনে তা হয়েছে ৮.৯ শতাংশ।

মহিলা বেকারত্বের হার ২০২৪ সালের জুনে ১৮.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসে ১৫.১ শতাংশ ছিল। পুরুষ বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ, যা গত বছরের একই মাসে ছিল ৭.৭ শতাংশ। শ্রম অংশগ্রহণের হারে অবশ্য সামান্য উন্নতি হয়েছে। মে মাসে ৪০.৮ শতাংশ থেকে বেড়ে জুনে ৪১.৪ শতাংশে পৌঁছেছে। ২০২৩ সালের জুনে তা ছিল ৩৯.৯ শতাংশ।

মাঝরাতে দলবদল! বিআরএস ছেড়ে ৬ MLC যোগ দিলেন কংগ্রেসে