Career: ইউপিএসসির মাধ্যমে কর্মী নিয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার, জানুন বিস্তারিত

Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings
Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings

সরকারি অডিট এবং হিসাব রক্ষক পদে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন দফতরের অধীনে মোট ৫৩০ জন অডিট অফিসার এবং হিসাব রক্ষক পদে নিয়োগ করা হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হয়ে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে ছাড় মিলবে। একই সাথে আরও বলা হয়েছে, প্রার্থীদের নিন্যতম বিকম পাশ হওয়া জরুরি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ই জুলাই পর্যন্ত করা যাবে audiআবেদন।

   

আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনের ভিত্তিতে। নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। দিতে হবে প্রয়োজনীয় নথি। তবে আবেদন করার জন্য কতো টাকা দিতে হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কাজে নিযুক্ত করার পরে উত্তরপ্রদেশের বিভিন্ন সরকারি দফতরে পাঠানো হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন