Job News: কেন্দ্রীয় শক্তি মন্ত্রকে কাজের সুযোগ, অ্যাপ্রেন্টিস পদে করা হবে নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি…

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের মেয়াদ আগামী এক বছরের জন্য।

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংস্থায় মোট ১০৪৫ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে অ্যাপ্রেন্টিসদের। নিউ প্রক্রিয়া হবে 1961 সাল এবং পরবর্তী সময়ের সংশোধিত শিক্ষানবিশ আইন অনুযায়ী।

তবে যুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক মাসে ১৩ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কিছু প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। আগামী 31শে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের নাম এবং গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। তবে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধা তালিকার ভিত্তিতে।