জুলাইতেই হবে NEET-PG পরীক্ষা, দুর্নীতি রোধে পরীক্ষার ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র

ডাক্তারির স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির প্রবেশিকা পরীক্ষা NEET-PG হবে চলতি মাসেই। এছাড়া প্রশ্নফাঁস এড়াতে পরীক্ষার মাত্র ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র…

NEET-PG Exam in July question papers to be prepped two hours prior ,

ডাক্তারির স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির প্রবেশিকা পরীক্ষা NEET-PG হবে চলতি মাসেই। এছাড়া প্রশ্নফাঁস এড়াতে পরীক্ষার মাত্র ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

Advertisements

তবে, কবে পরীক্ষা হবে সেই দিন এখনও নির্দিষ্ট করা হয়নি বলেই খবর।

বিজ্ঞাপন

গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET-PG হওয়ার কথা ছিল। কিন্তু ওই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে আচমকাই তা স্থগিত হয়ে যায়। প্রশ্ন ফাঁস হওয়ার দরুন পরীক্ষা স্থগিত হয়েছিল বলে গুঞ্জন শোনা যায়।

দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস NEET-PG পরীক্ষার আয়োজন প্যানেল।তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা NEET-PG-j আগে রুটিনমাফিক নজরদারি চালিয়েছিল। সেখান থেকেই জানা যায়, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা চেষ্টা চালিয়েছে। পরে ২১ জুন পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ওই সংস্থা।

Chandrayaan-3: চাঁদে সাফল্যের ছাপ এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার

NEET-PG বাতিল হতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রক। বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করে তৃতীয় মোদী সরকার। সেই উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনেই এবার সিদ্ধান্ত হল যে, NEET-PG পরীক্ষার ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি হবে।

সাহসে কুলায়নি? চোপড়া না গিয়েই ফের দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস