লোকসভা নির্বাচনের খবর এখন সংবাদ শিরোনামে৷ কিন্তু ভোটের এই তাপ-উত্তাপের মাঝেও যে খবর জায়গা করে নিয়েছে তা হল মাধ্যমিকের রেজাল্ট৷ কবে বের হতে পারে মাধ্যমিকের ফলাফল সেই দিকে তাকিয়ে হাজার হাজার পরীক্ষার্থী৷ ইতিমধ্যেই খাতার নম্বর সংশোধনের জন্য শেষ দিন জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের। এই পরিস্থিতিতে এপ্রিল-মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, পরীক্ষার ফলাফল ত্রুটিমুক্ত করতে প্রথমে অনলাইন নম্বর পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে পর্ষদ। ১৬ এপ্রিল সকাল ৬টা থেকে অনলাইনে নম্বর পুনর্মূল্যায়ন করা হবে, যা আগামী ১৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত চলবে৷
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে ফলাফল৷ বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে আগামী ২০ এপ্রিল অথবা এপ্রিল মাসের শেষদিকে।
পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in এবং www.wbbse.wb.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটগুলি থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা৷