DD News: রাতারাতি সবার অগোচরে গেরুয়াকরণ হল দুরদর্শন

দুরদর্শনের রং বদল। নীলের বদলে এখন গেরুয়া। সরকারি গণমাধ্যম দুরদর্শনের (DD News) প্রতীকের রং এখন গেরুয়া। মঙ্গলবার থেকে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে দুরদর্শন। নতুন স্টুডিও।…

DD News Symbol Embraces Saffron

দুরদর্শনের রং বদল। নীলের বদলে এখন গেরুয়া। সরকারি গণমাধ্যম দুরদর্শনের (DD News) প্রতীকের রং এখন গেরুয়া।
মঙ্গলবার থেকে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে দুরদর্শন। নতুন স্টুডিও। নতুন উপস্থাপনা। এ নিয়ে বিস্তর প্রচার শুরু হয়েছে। এরই মাঝে সরকারি চ্যানেলের গৈরীকিকরণ। সকলের অগেচরে।

কেন্দ্রীয় সরকারি চ্যানেলের প্রতীকের অবশ্য বদল হয়নি। তবে প্রতীকের রং বদলেছে। চেনা নীল রং বদলে হয়েছে গেরুয়া। ১৯৫৯ সালে যাত্রা শুরু করে দুরদর্শন। কেবল টিভি আসার আগে দুরদর্শনই ছিল বিনোদনের প্রধান মাধ্যম। কেবল টিভির রমরমার যুগেও দুরদর্শনের দাপট কমেনি। সরকারি চ্যানেল হওয়ায় গরিমাও অক্ষত ছিল।

এরই মাঝে নতুন রূপে সামনে এল দুরদর্শন। গেরুয়া প্রতীক নিয়ে। ভোটের মুখে এই রং বদলের পিছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন। কৌশলে কেন্দ্রের শাসকদলের গেরুয়াকরণের আরেক ধাপ বলেও অনেকে দাবি করছেন।

সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সব সরকারি অফিস গেরুয়া রং করতে চাইছে। এটা সন্ন্যাসীদের অপমান। তারপরের দিনই দুরদর্শনের রং বদল। দুরদর্শনের গেরুয়া প্রতীক নিয়ে গেরুয়া শিবির এখনও কোনও মন্তব্য করেনি।