ISL Shield: সবুজ-মেরুনের শিল্ড জয়ে উচ্ছসিত মহম্মদ সেলিম

শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড (ISL Shield) ঘরে তুলেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস। এই প্রথমবারের মতো এমন খেতাব জয় করেছে…

CPIM Leader Mohammed Salim

শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড (ISL Shield) ঘরে তুলেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস। এই প্রথমবারের মতো এমন খেতাব জয় করেছে এই প্রধান। যা নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। বহু লড়াইয়ের শেষে এবার এসেছে চূড়ান্ত সাফল্য। গত কয়েক মরশুম ধরে এই খেতাব জয় করার পরিকল্পনা থাকলেও তা আদতে পূর্ণতা পায়নি। অবশেষে এই সাফল্য। তবে এখানেই শেষ নয়‌। এবারের এই ফুটবল মরশুমে আইএসএল ও জিততে চাইছে সবুজ-মেরুন শিবির। এখন সেই দিকেই নজর সকলের। ‌ সেইমতো দলের সকল ফুটবলারদের উৎসাহিত করছেন স্প্যানিশ কোচ।

তবে সবুজ-মেরুনের এই অভূতপূর্ব সাফল্যে যথেষ্ট খুশি বঙ্গের ফুটবলপ্রেমী মানুষ। বাদ যাননি রাজনৈতিক ব্যক্তিবর্গ। মোহনবাগানের এমন সাফল্যের দরুন যথেষ্ট খুশি বাম নেতা মহম্মদ সেলিম। নিজের সোশ্যাল সাইটে এই জয়ের প্রসঙ্গে তিনি বলেন, দলকে অভিনন্দন। আমরা অত্যন্ত গর্বিত যে মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়নস লিগে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটি নিঃসন্দেহে সকলের কাছে অত্যন্ত আনন্দের। ‌

   

উল্লেখ্য, জাতীয় স্তরের ট্রফি জিতে পূর্বে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় টুর্নামেন্টের ইন্টারজোনাল সেমিফাইনালেও উঠেছিল এই প্রধান। যদিও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। তবে এবার নয়া রেকর্ড। প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামবে পালতোলা নৌকা ব্রিগেড।

আগামী কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইএসএলের প্লে-অফ। যেখানে ট্রফি জয়ের লড়াইয়ে থাকবে ছয়টি দল। প্রত্যেকেই চাইবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে চূড়ান্ত সাফল্য পেতে। তবে মোহনবাগানের মতো শক্তিশালী দলের উপস্থিতিতে সেই লড়াই যে খুব একটা সহজ হবে না ওডিশা এফসি থেকে শুরু করে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের মত দলের, সেটা বলাই যায়।