কর্মী নিয়োগ করতে চলেছে বিধাননগর ওয়ারহাউস

Warehouse

বিধান নগর ওয়ারহাউস এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে বিধাননগর ওয়ারহাউস জব। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন।

সংস্থা
বিধাননগর ওয়ারহাউস

   

আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের ওয়ার হাউসের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে বায়োডাটা পাঠিয়ে আবেদন জানাতে হবে।

কোন পদে নিয়োগ করা হবে
প্যাকিং ,পিকিং, লোডিঙ, কেচাপ,ফিলিং স্টাফ

যোগ্যতা
এখানে চাকরিপ্রার্থীদের বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই আবেদনের জন্য। শুধুমাত্র বাংলা ভাষা লিখতে পড়তে জানলেই তারা এখানে আবেদন জানতে পারে।

বয়স
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 9346 টাকা বেতন দেওয়া হবে।

বিশেষ সুযোগ-সুবিধা
মাসিক বেতন বাদ দিয়ে 70 টাকা প্রতি ঘন্টা Overtime, Yearly Bonus 7000+PF+ESIC দেওয়া হবে।

কাজের সময়
9 ঘন্টা প্রতিদিন ( 09:45 AM থেকে 06:45 PM) পর্যন্ত। রবিবার ছুটি।

কাজের স্থান
কোলাঘাট ও বিধাননগর ওয়ারহাউস

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন