গ্রামীণ ডাক সেবক হিসেবে নিয়োগ, জানুন বিস্তারিত

ভারতীয় ডাক বিভাগে চাকরির বড় সুযোগ। আবেদন করার জন্য নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ ডাক বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা…

gramin dak sevak

ভারতীয় ডাক বিভাগে চাকরির বড় সুযোগ। আবেদন করার জন্য নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ ডাক বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে প্রায় বারো হাজারের কিছু বেশি শূন্য পদে করা হবে নিয়োগ।

গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে এই নিয়োগ করা হবে। যদিও ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময় ছিল গত 11 জুন কিন্তু ডাক বিভাগের পক্ষ থেকে নতুন দিন ধার্য করা হয়েছে ২৩ শে জুন। অর্থাৎ আপনি ইচ্ছে করলে এখনো আবেদন করতে পারেন।

   

কোন রকম লিখিত কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থী নিয়োগ করা হবে তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য যে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই হবে। আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। একই সাথে জাতি ভিত্তিক শংসাপত্র থাকলে বয়সের ছাড় মিলবে। আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে। তবে মহিলা এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা লাগবে না। বিস্তারিত জানতে ক্লিক করুন www.indiapostgdsonline.gov.in এই লিংকে।