AAI: নতুন বছরেই এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া নিয়োগ করবে, জলদি আবেদন করুন

আপনি চাকরির খোঁজ করছেন, তাহলে এক বড় সুযোগ। এয়ারপোর্টস অথরিটি ইন্ডিয়া (AAI) জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং সিনিয়র অ্যাসিসট্যান্ট (Senior Assistant) পদে নিয়োগ করতে চলেছে।…

আপনি চাকরির খোঁজ করছেন, তাহলে এক বড় সুযোগ। এয়ারপোর্টস অথরিটি ইন্ডিয়া (AAI) জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং সিনিয়র অ্যাসিসট্যান্ট (Senior Assistant) পদে নিয়োগ করতে চলেছে। মোট ৬৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১০ জানুয়ারি, ২০২৪- এ শুরু হবে অ্যাপ্লিকেশন পদ্ধতি। আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি, ২০২৪।

Airports Authority India- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষা হবে এবং তার তারিখ পরে ঘোষণা করা হবে। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় এই কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার সেন্টার হতে পারে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, নাহারলাগুন, কোহিমা, আগরতলা, ইমফল, আইজল এবং শিলংয়ে। অতএব অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বাসিন্দাদের এই নিয়োগের জন্য আবেদন করার ব্যাপারে আহ্বান জানানো হয়েছে।

   

এবার জেনে নিন কোথায় কত শূন্যপদ রয়েছে

সিনিয়র অ্যাসিসট্যান্ট (ইলেকট্রনিক্স) – ১৪টি শূন্যপদ

সিনিয়র অ্যাসিসট্যান্ট (অপারেশনস) – ২টি শূন্যপদ

সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) – ৫টি শূন্যপদ

সিনিয়র অ্যাসিসট্যান্ট (ফায়ার সার্ভিসেস) – ৪৩টি শূন্যপদ

জেনে নিন আবেদনকারীদের বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর বয়সীরা (৩০ ডিসেম্বর, ২০২৩ অনুসারে) এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

দেখে নিন অ্যাপ্লিকেশন ফি

১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তবে এই টাকা অবশ্য মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বিশেষ সক্ষম আবেদনকারীদের দিতে হবে না।