Truecaller এর সাথে জোট বাঁধতে চলেছে দেশের টেলিকম সংস্থা, সুফল মিলবে হাতেনাতে

Telecom company and Truecaller announce partnership, benefits to follow

বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আর যত দিন যাচ্ছে আমাদের দেশ ডিজিটাল লেনদেনের দিকে বেশি করে ঝুঁকছে বর্তমানে রাস্তাঘাটে ছোটখাটো দোকান থেকে শুরু করে রেলের বুকিং এমনকি যেকোনো পরিষেবাতে অনলাইন কিংবা ডিজিটাল লেনদেন করা সম্ভব ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে অন্যের অ্যাকাউন্টে টাকা জমা করা সম্ভব।

তবে প্রযুক্তির পাশাপাশি বর্তমানে দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর্থিক প্রতারণার অভিযোগ মূলত অনলাইন প্রযুক্তি থেকে কাজে লাগিয়েই মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে সাফ হয়ে যাচ্ছে সঞ্চিত অর্থ। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ফোন কিংবা এসএমএসের মাধ্যমে আমাদের অনুমতি নিয়েই এই কান্ড করছেন প্রতারকেরা।

   

তাই এবার দেশবাসীকে আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচাতে পদক্ষেপ নিতে চলেছে মুকেশ আম্বানি সংস্থা জিও এবং দেশের অন্যতম বেসরকারি দুই টেলিকম সংস্থা এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। সূত্রের খবর খুব শীঘ্র এই তিন টেলিকম সংস্থা Truecaller সাথে জুটি বাঁধতে চলেছে। Truecaller এর সাথে আমরা সকলেই পরিচিত, সাধারণত আমাদের ফোনে কোন অপরিচিত নাম্বার থেকে কল ঢুকলে কিংবা এসএমএস ঢুকলে তা সহজে অপরিচিত ব্যক্তির বিস্তারিত তথ্য এবং বিবরণ আমাদের সামনে তুলে ধরে এই অ্যাপ যার ফলে অনেক ক্ষেত্রে ভুয়ো ফোন বন্ধ করা গিয়েছে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে দেশের সাধারণ মানুষকে যে কোন ধরনের প্রতারনার হাত থেকে বাঁচাতে তারা খুব শীঘ্রই দেশের এই তিন বৃহত্তম টেলিকম সংস্থার সাথে জোট বাঁধতে চলেছে। যার ফলে আগের থেকে অনেকটাই কম হবে প্রতারণা এবং সাধারন মানুষ সুরক্ষিতভাবে আর্থিক লেনদেন করতে পারবেন। তাছাড়া গোপনীয় থাকবে তাদের আর্থিক লেনদেনের সমস্ত তথ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন