ভূ-চৌম্বকীয় ঝড়ে বড়সড় ক্ষতি স্পেস এক্সের একাধিক স্যাটেলাইটের

ভূ-চৌম্বকীয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হল স্পেস এক্সের (SpaceX) ৪০টি স্যাটেলাইট। গত ৩ ফেব্রুয়ারি ৪৯টি স্যাটেলাইট লঞ্চ করেছিল। তার মধ্যে ৪০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলন মাস্কের সংস্থা এর…

ভূ-চৌম্বকীয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হল স্পেস এক্সের (SpaceX) ৪০টি স্যাটেলাইট। গত ৩ ফেব্রুয়ারি ৪৯টি স্যাটেলাইট লঞ্চ করেছিল। তার মধ্যে ৪০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলন মাস্কের সংস্থা এর ফলে প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। স্পেস এক্সের তরফে জানানো হয়েছে ভূ-চৌম্বকীয় ঝড়ের ফলে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেগুলি মেরামত করে ফের কক্ষপথে পাঠানোর চিন্তাভাবনা চলছে।

কোম্পানির তরফে আরও জানানো হয়েছে বিজ্ঞানীরা স্যাটেলাইটগুলিকে ফের ওড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অনুমান মাত্র ৯টি উপগ্রহ ভূ-চৌম্বকীয় ঝড় থেকে বাঁচতে পেরেছে। তবে ওই ৪০টি উপগ্রহের সঙ্গে অন্যান্য উপগ্রহের সংঘর্ষ লাগার কোনও সম্ভাবনা নেই। যখন সেগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন নিজেরাই ধ্বংস হয়ে যাবে। উপগ্রহগুলির কোনও অংশ মাটিতে আঘাত করবে না। স্পেসএক্সের তরফে উপগ্রহগুলি সম্পর্কে জানানো হয়েছে কম উচ্চতায় স্থাপন করার জন্য সেগুলি তাদের কাছে বেশ খরচ সাপেক্ষ ছিল। ফলে এবার প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা।

এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক পৃথিবীর কক্ষপথে ১২ হাজারেরও বেশি উপগ্রহের স্থাপন করতে চায়। এর মাধ্যমে সারা বিশ্বে কম লেটেন্সি ব্রডব্যান্ড পরিষেবাগুলি যাতে প্রদান করা যায় তার চেষ্টা চালাচ্ছে সংস্থা। এই ৪০টি স্যাটেলাইট তারই অংশ। ফ্যালকন ৯ রকেটের সাহায্যে এই উপগ্রহগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। এর সাহায্যে সৌরঝড় সহ অন্যন্য তথ্য পাওয়াও ছিল বিজ্ঞানীদের লক্ষ্য। কিন্তু ভূ-চৌম্বকীয় ঝড়ে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ভূ-চৌম্বকীয় ঝড়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি জোরে আছড়ে পড়ে ভূ-চৌম্বকীয় ঝড়। তার ফলেই এতটা ক্ষতির সম্মুখীন হতে হয় তাঁদের।