Indian Army: অন্যতম সেরা মুহূর্ত, দুর্গম পাহাড় থেকে যুবককে উদ্ধার করে খুশি লেফটেন্যান্ট কর্নেল

অভিভূত খোদ লেফটেন্যান্ট কর্নেল (Indian Army)। দুর্গম পাহাড় থেকে উদ্ধার করেছিলেন আর বাবু নামের এক যুবককে। প্রাণ ফিরে পেয়ে তাঁকে জড়িয়ে ধরেছিলেন বছর ২৩ এর…

Indian Army

অভিভূত খোদ লেফটেন্যান্ট কর্নেল (Indian Army)। দুর্গম পাহাড় থেকে উদ্ধার করেছিলেন আর বাবু নামের এক যুবককে। প্রাণ ফিরে পেয়ে তাঁকে জড়িয়ে ধরেছিলেন বছর ২৩ এর ট্রেকার। জীবনের অন্যতম সেরা মুহূর্ত, বললেন লেফটেন্যান্ট কর্নেল রাজ।

লেফটেন্যান্ট কর্নেল রাজের সঙ্গে ফোনে কথা বলেছিল সর্বভারতীয় সংবাদমাধ্যম। সাক্ষাৎকারে তিনি লুকিয়ে রাখেননি নিজের মনের কথা। বলেছেন, ‘একজন মানুষের জীবন বাঁচাতে পেরে খুব ভালো লাগছে। আমাদের প্রশিক্ষণের এবং শ্রম কারও জীবন বাঁচাতে কাজে লেগেছে ভাবতে খুব ভালো লাগছে। ‘ 

২০১৮ সালে কেরলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করে ইতিমধ্যেই নিজে রাজ্যে তিনি একজন হিরো। ভারতীয় সেনার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা বেড়েছে উত্তরোত্তর। 

আমাদের কাছে পেয়ে ও আমাদের জড়িয়ে ধরেছিল। কোনো দিনও ভুলবো না এই দিনটার কথা’। মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার থেকে তাঁর দলে ন’জন ছিলেন। তিনি বলেছেন, ‘আমরা পর্বতারোহণ ও উদ্ধার কাজে অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের একটি দল গড়েছিলাম। উত্তর-পূর্ব ও কাশ্মীর অঞ্চলে আমাদের পোস্টিংয়ের সময়, আমরা আরও কঠিন ভূখণ্ডে কাজ করি। আমরা এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষিত, বিশেষ করে যুদ্ধের জন্য।’ 

উল্লেখ্য, উদ্ধার পাওয়ার পর আর বাবু নামের সেই যুবকের একটি ভিডিও জনপ্রিয় হয়েছিল সামাজিক মাধ্যমে। ভারতীয় সেনাকে ‘ অসংখ্য ধন্যবাদ, ভারতীয় সেনা ‘ বলেছিলেন তিনি। তাঁর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি বলে দিচ্ছিল ভারতীয় সেনার প্রতি তিনি কতোটা কৃতজ্ঞ। 

কেরলের পালিক্কলে ঘটেছিল ঘটনাটি। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কেরলের ছেরাড পাহাড়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে দুর্ঘটনা। পা পিছলে পড়ে যান আর বাবু। বন্ধুরা তখন অনেক পিছনে। যুবক একাই উঠছিলেন পাহাড়ের একেরবারে ওপরে।