করোনা আবহে অলিম্পিকে পরিষেবা দেবে রোবোট

কয়েক দিন পরেই চিনের রাজধানী বেজিং শহরে বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। প্রস্তুতি চলছে পুরোদমে । কিন্তু অতিমারির সময় এত বড় একটা ইভেন্ট আয়োজন করা…

কয়েক দিন পরেই চিনের রাজধানী বেজিং শহরে বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। প্রস্তুতি চলছে পুরোদমে । কিন্তু অতিমারির সময় এত বড় একটা ইভেন্ট আয়োজন করা যতটা ঝামেলার, ঠিক ততটাই ঝুঁকিরও। এবার উইন্টার অলিম্পিক্সে অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার অ্যাথলিট। অতিথিদের তালিকাটাও বেশ লম্বা, নয় নয় করে ২৫ হাজারেরও বেশি। কিন্তু এই কোভিডের সময় এত বিরাট সংখ্যক অতিথির আপ্যায়নের কাজটি যে বড়ই দুষ্কর। সেই কথাটা মাথায় রেখেই অতিথি অ্যাপায়নে চিন নামিয়েছে রোবট বাহিনী। রুম সার্ভিস থেকে খাবার ডেলিভারি সব কাজই করছে রোবটরা।

সংবাদমাধ্য়ম রয়টার্সের তরফ থেকে ট্যুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, খুব সহজে এবং পারফেকশনের সঙ্গে অতিথিদের জন্য খাবার ডেলিভারি করছে রোবটরা। হোটেলের রুমের দরজার ঠিক সামনেই হাজির হয়ে যাচ্ছে রোবট। অতিথি একটি পিনকোড টাইপ করছেন এবং রোবটটি প্যাক করা সেই খাবার অতিথির হাতে ধরিয়ে দিচ্ছে। অতিথি যেই খাবার নিয়ে নিলেন, রোবটটি খাবারের সেই জায়গাটি বন্ধ করে চলে যাচ্ছে।

আরও একটি ভিডিয়ো শেয়ার করেছে রয়টার্স। সেই ভিডিয়োতে আবার রোবটকে সিলিং থেকে খাবার ডেলিভার করতে দেখা গিয়েছে। রোবটিক রিপ্লেসমেন্ট-সহ মিডিয়া ডাইনিং এরিয়া সকলের নজর কেড়ে নিয়েছে। রোবট রাঁধুনি হ্য়ামবার্গারগুলি একত্রিত করছেন, টেবলে খাবর পৌঁছে দিচ্ছেন, আর তা দেখে কোনও ভাবেই মনে হচ্চে না যে মানুষের প্রয়োজন রয়েছে এখানে।