অবশেষে লঞ্চ হলো Lenovo M10 5G, জানুন বিস্তারিত

বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ট্যাবলেটের জনপ্রিয়তা। সাধারণত স্মার্টফোনের মত কাজ করলেও এর আকার অনেকটাই বড় হয়। আর ভারতীয় বাজারে…

বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ট্যাবলেটের জনপ্রিয়তা। সাধারণত স্মার্টফোনের মত কাজ করলেও এর আকার অনেকটাই বড় হয়। আর ভারতীয় বাজারে যে সমস্ত সংস্থা ট্যাবলেট তৈরি করে তাদের মধ্যে অন্যতম হলো Lenovo। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় বাজারে ট্যাবলেট তৈরি করছে এই সংস্থা।

বর্তমানে তারা নিয়ে এলো, আরো একটি নতুন ট্যাবলেট যার নাম দেওয়া আছে Lenovo M10 5g। যার মধ্যে রয়েছে ১০.৬১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে একই সাথে থাকছে 4gb Ram এবং 128gb ইন্টার্নাল স্টোরেজ ন্যদিকে থাকছে 6gb Ram এবং 128gb ইন্টার্নাল স্টোরেজের সুবিধা। বর্তমানে ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে মাত্র ২৫ হাজার টাকা।

   

একই সাথে আপনি পেয়ে যাবেন ৭,৭০০ এমএইচের ব্যাটারি। অর্থাৎ একবার চার্জ দিলেই আপনি টানা দুদিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন এই ট্যাবলেট। অন্যদিকে থাকছে স্নাপড্রাগণ ৬৯৫ ৫জি প্রসেসর। পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে এই ট্যাবলেট দেয়া হয়েছে 5g নেটওয়ার্ক কানেক্টিভিটি। অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরিং এর দিক থেকেও রীতিমতো গতি নিয়ে আসবে এই ট্যাবলেট। আপনি খুব সহজেই ভারতীয় যেকোন ই-কমার্স সাইট থেকে অর্ডার করে নিতে পারবেন এই ট্যাবলেটটি।