Protect Information: ব্যক্তিগত তথ্য ফাঁস এড়াতে স্মার্টফোনে app ডাউনলোড করুন পদ্ধতি মেনে

Protect Your Personal Information: বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি। যার দৌলতে দেশ থেকে শুরু করে বিশ্বে যাবতীয় খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি।

Smartphone with a lock and shield symbol representing security and protection of personal information

Protect Your Personal Information: বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি। যার দৌলতে দেশ থেকে শুরু করে বিশ্বে যাবতীয় খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি। তাছাড়া নিত্য প্রয়োজনীয় কাজ বাদে ই-কমার্স সাইট থেকে মার্কেটিং করা কিংবা নিজের কাছের মানুষের সাথে যোগাযোগ করা মুহূর্তের মধ্যেই সম্ভব হয় স্মার্টফোনের ফলে।

অন্যদিকে বিনোদন থেকে শুরু করে ওটিটি মাধ্যমে বিভিন্ন সিরিজ কিংবা সামাজিক মাধ্যমের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরনের অ্যাপের ব্যবহার। কারণ এই সমস্ত অ্যাপ ব্যবহার ছাড়া আমরা সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারি না শুধু তাই নয় ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং এমনকি যাবতীয় তথ্য আমরা মুহূর্তের মধ্যেই পাই এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই সমস্ত অ্যাপ ইনস্টল করার সময় আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে থাকে। আর সেই সমস্ত পারমিশন না দিলে আমরা অ্যাপ ব্যবহার করতে পারিনা তাই কোন কিছু না ভেবেই পারমিশন আমরা দিয়ে থাকি। কিন্তু তাতেই আমাদের নিজেদের অজান্তেই দেখে আনতে পারি বড় বিপদ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ঠিক যতটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই পারমিশন দেওয়া উচিত, তা না হলে আমাদের ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্যের উপর হানা দিতে পারে তারা। গবেষণায় দেখা গেছে এই ধরনের কাজের ফলে আমাদের ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার কিংবা স্পাইওয়ের আগমন ঘটে যা সহজেই আমাদের ব্যক্তিগত তথ্য জানতে পারে।