মাত্র ১২০০০ হাজারের মধ্যেই কিনে ফেলুন Oppo Reno 8

এখনো অবধি Oppo Reno 8-র জন্য বুকিং করেনি? তাহলে শীঘ্রই করে ফেলুন। কারণ ইতিমধ্যেই Oppo Reno 8 5G-র প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট…

মাত্র ১২০০০ হাজারের মধ্যেই কিনে ফেলুন Oppo Reno 8

এখনো অবধি Oppo Reno 8-র জন্য বুকিং করেনি? তাহলে শীঘ্রই করে ফেলুন। কারণ ইতিমধ্যেই Oppo Reno 8 5G-র প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে ১২,৫৯৯ টাকার বিশাল ছাড়ে অপো রেনো ৮ ৫জি কিনতে পারবেন গ্রাহকরা। আপনাদের জানিয়ে রাখি, ফ্লিপকার্টে ২৯,৯০০ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে ফোনটিকে। তবে মিলবে ১৭,৪০০ টাকা অবধি ছাড়।

১২,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার দিয়েছে Oppo Reno 8। এছাড়াও, নির্বাচিত ডিভাইসে ২০০০ টাকার একটি অতিরিক্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকার সুপার কুইন পাচ্ছেন। যেখানে বাই নাও পে লেটারের মাধ্যমে সর্বোচ্চ ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। সেই ব্যাঙ্কই ছাড়ে ৩০০০ টাকা ছাড় পাচ্ছে। এভাবে মোট ১৭,৪০০ টাকা ছাড়ের পর ১২,৫৯৯ টাকায় অপো রেনো ৮ ৫জি স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এছাড়া বাজাজ ফিনান্স থেকে ৬ মাসের ইএমআইতে ফোনটি কেনা যাবে।

Advertisements

Oppo Reno 8 5G স্মার্টফোনে রয়েছে 6.3 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। Oppo Reno 8-এ রয়েছে 5G-তে Gorilla Glass 5 সাপোর্ট। oppo রেনো ৮-এ ৫জি-তে সর্বোচ্চ ৮০০ নিটের ঔজ্জ্বল্য রয়েছে। সেই সঙ্গে ফোনটিতে রয়েছে ৯০হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। ফোনটিতে রয়েছে ৫জি-র সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। Oppo Reno 8 5G-তে রয়েছে Sony IMX355-এর 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সমর্থন।

Oppo Reno 8 5G তে রয়েছে 4500mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দ্বারা সমর্থিত।