SSC Scam: শিক্ষা দফতরের খামে এসেছিল টাকা, জানালেন শুভেন্দু

শিক্ষক নিয়ো দুর্নীতি (SSC Scam) মামলায় রাজ্যজুড়ে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি৷ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার…

suvendu-sukanta

শিক্ষক নিয়ো দুর্নীতি (SSC Scam) মামলায় রাজ্যজুড়ে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি৷ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট। তা রাজ্য রাজনীতিতে আলাদা মাত্র যোগ করেছে। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি ট্যুইট করে বলেন, এটাই হল মমতা বন্দোপাধ্যায়ের মডেল। যারা নিয়োগের নাম করে কোটি টাকা চুরি করেছে। ইডি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে। সত্যিই দুর্নীতিতে সমস্ত রেকর্ড ভেঙেছে তৃণমূল।

সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। এমনকি টাকা এসেছিল শিক্ষা দফতরের খামে। সেখানে অশোক স্তম্ভের স্ট্যাম্প রয়েছে। এমনটাই সূত্র মারফত খবর পেয়েছন তিনি৷ অর্পিতা মুখ্যোপাধ্যায় তৃণমূল কর্মী বলেই দাবি শুভেন্দুর।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৩ টি জায়গায় ইডি অভিযান শুরু করে৷ তখন থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি। আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী দিনে এই ইস্যুকে হাতিয়ার করে নিজেদের মাটি ফেরানোর চেষ্টা করবে গেরুয়া শিবির। এমনটাই সূত্রে খবর।