Internet Usage: চুটিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন! কি বিপদ ঘটতে পারে জানেন তো!

Internet Usage: বিগত কয়েক বছরে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারে গতি এসেছে। সাম্প্রতিক সময়ে প্রত্যেক বাড়িতেই ইন্টারনেটের ব্যবহার কমবেশি হয়ে থাকে। আবার অনেকের বাড়িতে রয়েছে ব্রডব্যান্ড,…

Stay Safe Online

Internet Usage: বিগত কয়েক বছরে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারে গতি এসেছে। সাম্প্রতিক সময়ে প্রত্যেক বাড়িতেই ইন্টারনেটের ব্যবহার কমবেশি হয়ে থাকে। আবার অনেকের বাড়িতে রয়েছে ব্রডব্যান্ড, যার সাহায্যে সারাদিন ইন্টারনেট ব্রাউজিং করতে ব্যস্ত সাধারণ মানুষ। মূলত প্রযুক্তির বিশ্বে ইন্টারনেট ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। বাড়িতে বসে পড়াশোনা থেকে শুরু করে যে কোন বিষয়ে তথ্য পাওয়া।

এমনকি একে অপরের সাথে যোগাযোগ করা এবং বিনোদন মাধ্যমগুলিকে উপভোগ করার জন্য প্রয়োজন ইন্টারনেট। তাছাড়া আমাদের দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন লেনদেনের মতো সুযোগ সুবিধা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যতদিন এগোচ্ছে ততই বাড়ছে সাইবার জালিয়াতি চক্র। আমরা নিজেদের অজান্তে, এই সমস্ত সাইবার জালিয়াতি চক্রে পা দিচ্ছি। যার ফলে মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নকল ওয়েবসাইটের আনাগোনা। যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই জালিয়াতি চক্রে পা দিচ্ছেন। তাই বিশেষজ্ঞরা বলছেন, যে কোন ওয়েবসাইটে প্রবেশ করার আগে সেই ওয়েবসাইটটি সুরক্ষিত কিনা সেটি জেনে নেওয়া দরকার। তার জন্য অবশ্যই দেখে নিতে হবে ওয়েবসাইটটির পাশে তালার মত চিহ্ন রয়েছে কিনা। যদি এই চিহ্নটি থেকে থাকে তাহলে জানবেন সেই ওয়েবসাইটটি সুরক্ষিত।

অন্যদিকে বর্তমানে বিভিন্ন ধরনের পপ আপ বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতি চক্র বিস্তার করছে প্রতারকেরা। বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন আমাদের সামনে উঠে আসলে আমরা না জেনেই সে সমস্ত বিজ্ঞাপনে ক্লিক করি আর ঠিক এই ভাবেই মুহূর্তের মধ্যে প্রতারকরা আমাদের বিভিন্ন গোপনীয় তথ্য বিশেষ করে ব্যাংকের তথ্য পেয়ে যাচ্ছে খুব সহজেই। তাই ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি আপনি যেই সাইটে কাজ করছেন, সেই সাইটটি সুরক্ষিত কিনা সেটি জেনে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।