Smartphone Apps: স্মার্টফোন অ্যাপে ভর্তি, সবকটি অ্যাপ আসল তো!

Smartphone Apps: বর্তমানে গোটা বিশ্ব প্রযুক্তি নির্ভর যত দিন যাচ্ছে ততই প্রযুক্তি আরও আমাদের ক্রমশ গ্রাস করে চলেছে। সাম্প্রতিক সময় যে কোন কাজে প্রযুক্তির ব্যবহার…

Original Smartphone Apps

Smartphone Apps: বর্তমানে গোটা বিশ্ব প্রযুক্তি নির্ভর যত দিন যাচ্ছে ততই প্রযুক্তি আরও আমাদের ক্রমশ গ্রাস করে চলেছে। সাম্প্রতিক সময় যে কোন কাজে প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। সামান্য স্মার্টফোনে কথোপকথন থেকে শুরু করে স্মার্ট টিভির ব্যবহার সমস্ত কিছুই প্রযুক্তি নির্ভর। তবে আমি তো স্মার্ট ফোন ব্যবহারের জন্য প্রয়োজন হয় বেশ কিছু অ্যাপ।

তবে বর্তমানে জানা যাচ্ছে আসল অ্যাপের তুলনায় নকলের ছেয়ে ফেলেছে স্মার্টফোন। শুধু তাই নয়, YouTube Netflix Instagram এর মত বড় বড় বিনোদন মাধ্যমগুলিরও নকল অ্যাপ প্রাধান্য পেয়েছে ধীরে ধীরে। সেক্ষেত্রে সাধারণ মানুষ ভুয়ো এক ব্যবহার করে বারবার প্রতারণা শিকার হয়েছে। তাই আবারও সাবধান করে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপ ডাউনলোড করার আগে বিশেষ কিছু তথ্য মাথায় রাখা উচিত। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে বিভিন্ন অ্যাপ্লিকেশন। কারণ গুগল প্লে স্টোর শুধুমাত্র আসল অ্যাপগুলিকেই আমাদের নিত্য ব্যবহারের জন্য তুলে ধরে। ঠিক একই ভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যাপেল স্টোর।

অন্যদিকে, আপনি যদি প্লে স্টোর ব্যবহার না করতে চান তাহলে অ্যাপের অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ। তাছাড়া URL দেখেও আপনি বুঝে নিতে পারেন সেই সাইটটি আদৌ আসল কিনা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি UPL এর আগে https থাকে তাহলে বুঝবেন সেই সাইটটি আসল। সেক্ষেত্রে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে কোন অসুবিধা নেই।